Ajker Patrika

নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা জানুয়ারি থেকে

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ০৭
নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা জানুয়ারি থেকে

কিশোরগঞ্জ জেলার ১২টি উপজেলা ও সব কটি পৌরসভায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন সব নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। উপস্থিত ছিলেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, সহকারী প্রকৌশলী মো. আবু জাকারিয়াসহ জেলা প্রশাসন ও জেলার সরকারি দপ্তরের সকল কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। জেলায় নলকূপের পানির পরীক্ষা আগেও হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে আবারও জেলার প্রতিটি নলকূপের পানি পরীক্ষা করা হবে। যেসব নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া যাবে সেসব নলকূপের গায়ে লাল রং দিয়ে চিহ্নিত করা হবে। সেসব নলকূপের পানি পানে নিরুৎসাহিত করা হবে। পরবর্তীতে ওই নলকূপ এলাকায় সরকারি অর্থায়নে আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন করে দেওয়া হবে। আর্সেনিক মুক্ত নলকূপে সবুজ রং চিহ্নিত করা হবে।

আর্সেনিক পরীক্ষার কাজটি বাস্তবায়ন করবে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ (ময়মনসিংহ অঞ্চল) ও পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত