Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা

এ সপ্তাহের সিনেমা

আজ সারা দেশে মুক্তি পাচ্ছে মনতাজুর রহমান আকবর পরিচালিত নতুন সিনেমা ‘ঘর ভাঙ্গা সংসার’। এ ছাড়া দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার সিনেমা ‘এমআর-নাইন’-এর বাংলা ভার্সন।

ঘর ভাঙ্গা সংসার
মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘ঘর ভাঙ্গা সংসার’ সিনেমায় অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়িকা আঁচল, শিরিন শিলা, মিশা সওদাগর, মাহমুদুল হাসান মিঠু প্রমুখ। এ সিনেমা দিয়ে প্রথমবার ডিপজলের সঙ্গে পর্দায় দেখা যাবে আঁচল ও শিলাকে। সিনেমাটি প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন। ৩০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
ঘর ভাঙ্গা সংসার নিয়ে আঁচল বলেন, ‘ডিপজল ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। তাঁর অন্য সিনেমাগুলোর মতো এটিও পারিবারিক, সামাজিক গল্পনির্ভর ভিন্নধারার সিনেমা।’ শিরিন শিলা বলেন, ‘আমাদের দর্শকেরা যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, তার সব উপাদান আছে এই সিনেমায়। ভালো গল্পের পাশাপাশি রয়েছে গান আর অ্যাকশন।’

এমআর-নাইন (বাংলা ভার্সন)
কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘এমআর-নাইন: ডু অর ডাই’। বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। আরও অভিনয় করেছেন হলিউড অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার, বলিউডের সাক্ষী প্রধান, ওমি বৈদ্য, বাংলাদেশের শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি প্রমুখ।
গত ২৫ আগস্ট ইংরেজি ভাষায় মুক্তি পাওয়ার পর আজ থেকে মুক্তি পাচ্ছে সিনেমাটির বাংলা ভার্সন। সারা দেশের ২৭টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত