Ajker Patrika

‘এই নৌকা, সেই নৌকা নয়’

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ২৮
‘এই নৌকা, সেই নৌকা নয়’

গাজীপুরের শ্রীপুরে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দলটির নির্বাচনী প্রতীক নৌকা নিয়ে গঠনতন্ত্র বিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছে। গত রোববার মো. আজাহার হোসেন তালুকদারের নামের ওই নেতার করা মন্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

আজাহার শ্রীপুরের গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে আজাহার বলছেন, ‘এটা সেই নৌকা না। এটা তো তৃণমূল পর্যায়ের নৌকা। ওবায়দুল কাদের ফেসবুকে কি বলল, না বলল সেটা কোনো বড় কথা না।’

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘যেই পাস করুক তাতে গণতন্ত্রের প্রতিফলন হবে। আর বিদ্রোহী প্রার্থী নয়। উনি আওয়ামী লীগের সভাপতি। নেত্রী বলছে জনগণের সমর্থন নিয়ে যেই আসবে তাঁকেই মেনে নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো শাস্তি হবে না।’

আজহারের এমন বক্তব্যে ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। অনেকেই তাঁর সমালোচনা করে নানা কিছু লিখছেন।

মো. আজাহার হোসেন তালুকদার বলেন, ‘ভিডিওটি এডিট করা হয়েছে। এটি গত উপজেলা পরিষদ নির্বাচনের কথোপকথন। তখন নৌকার বিদ্রোহী প্রার্থী শামছুল আলম প্রধানের হয়ে কথাটি বলেছিলাম।’

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির হিমু এ বিষয়ে বলেন, ‘এ ধরনের ভিডিও এখন পর্যন্ত আমার নজরে আসেনি। নজরে আসলে আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী কিছু বলে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত