Ajker Patrika

প্রতীক নিতে গিয়ে হামলার শিকার

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ৩৯
প্রতীক নিতে গিয়ে হামলার শিকার

বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সরদার কাফনের কাপড় পরে প্রতীক নিতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন। এতে তাঁর প্রায় ১০ জন সমর্থক আহত হয়েছেন। এ ছাড়া ৮টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ এই প্রার্থীর। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলা সড়কে এই ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন সরদার জানান, তিনি মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে আওয়ামী লীগ প্রার্থী নাগর হাওলাদারের কর্মী ও সমর্থনকারীরা তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছেন। এ জন্য তিনি মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন কাফনের কাপড় পরে প্রতীক নিতে উপজেলা নির্বাচন অফিসে রওনা দেন। পথিমধ্যে তাঁর সমর্থনকারীদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে।

তবে, আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদার অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সকাল সাড়ে ১০টার দিকে প্রতীক নিয়ে সমর্থকদের সঙ্গে নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় তাঁর কোনো সমর্থনকারী জড়িত নয়।

বোরহানউদ্দিন নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, ‘এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মৌখিকভাবে বলেছেন কিন্তু লিখিতভাবে কিছু জানাননি।’

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বিকেলে আজকের পত্রিকাকে জানান, স্বতন্ত্র প্রার্থী কাফনের কাপড় পরে নির্বাচন অফিসে প্রতীক নিতে যাওয়ার পথে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা জানতে চাইলে এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের সহিংসতা হয়নি। উভয় প্রার্থী নির্বাচন অফিসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করতে গেছেন। সেখান থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত