Ajker Patrika

অস্কার কমিটিতে ভারতীয় তারকা

আপডেট : ৩০ জুন ২০২২, ১৩: ০৬
অস্কার কমিটিতে ভারতীয় তারকা

অস্কার কমিটিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত অতিথিদের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস । বিভিন্ন দেশ থেকে ৩৯৭ জন শিল্পী, লেখক, নির্মাতা, প্রযোজকদের আমন্ত্রণ জানানো হয়েছে এবার। এর মধ্যে অস্কার মনোনয়নপ্রাপ্ত শিল্পী আছেন ৭১ জন এবং অস্কারজয়ী ১৫ জন। এ ছাড়া আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ৪৪ শতাংশ নারী এবং সুবিধাবঞ্চিত রয়েছে ৩৭ শতাংশ। একাডেমি জানিয়েছে, এবারের সদস্য পদের জন্য পেশাগত যোগ্যতা বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ৫৩টি দেশ থেকে প্রায় ৫০ শতাংশ সদস্য় নেওয়া হয়েছে।

সুরিয়াতালিকায় আছেন বলিউড অভিনেত্রী কাজল এবং তামিল অভিনেতা সুরিয়া। প্রথমবারের মতো কোনো তামিল অভিনেতা তালিকায় জায়গা পেলেন। তালিকায় আরও আছেন অস্কারে মনোনয়নপ্রাপ্ত ‘রাইটিং উইথ ফায়ার’-এর ভারতীয় নির্মাতা সুস্মিত ঘোষ ও রিন্টু থমাস, ‘গাল্লি বয়’-এর লেখক রিমা কাগতি এবং ইন্ডিয়ান-আমেরিকান প্রযোজক আদিত্য সুদ। নির্মাতা সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাসের তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ এ বছরই মনোনীত হয়েছিল ডকুমেন্টারি ফিচার বিভাগে। রিমা ডাক পেয়েছেন লেখিকা হিসেবে।

ভারতের শিল্পীরা ছাড়াও এই তালিকায় আছে বিশ্বের নামীদামি শিল্পীদের নাম। তাঁদের মধ্যে আছেন ‘দ্য কুইন্স অব গ্যামবিট’খ্যাত অ্যানা টেলর জয়, বিলি আইলিশ, জ্যামি ডরনান ও অস্কারজয়ী তারকা ট্রয় কটসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত