Ajker Patrika

শেখ কামাল হবেন তন্ময়

শেখ কামাল হবেন তন্ময়

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালকে নিয়ে নির্মিত হচ্ছে টেলিছবি ‘ক্যাপ্টেন কামাল’। সহিদ রহমানের ‘মহামানবের দেশে’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করছেন মেহেদী রনি। শেখ কামাল চরিত্রে অভিনয় করবেন তন্ময় আর শেখ কামালের সহধর্মিণী সুলতানা কামাল চরিত্রে দেখা যাবে রোদেলা টাপুরকে।

৬০ মিনিট ব্যাপ্তির এই টেলিছবিতে উঠে আসবে শেখ কামালের জীবনের বিভিন্ন কর্মকাণ্ড। শেখ কামাল চরিত্রে অভিনয় করা তন্ময় বলেন, ‘শেখ কামাল আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি নাম। এই চরিত্রে অভিনয় করা আমার অভিনয় ক্যারিয়ারের জন্য বিশেষ কিছু। আমি এর আগে “জয় বাংলা ধ্বনি” সিনেমায় শেখ কামাল চরিত্রে অভিনয় করেছি। সেই সিনেমায় ডিওপি ছিলেন মেহেদী রনি। তিনিই এই টেলিফিল্মের শেখ কামাল চরিত্রে আমার কথা বলেছিলেন। শেখ কামালের লুকে আমার ছবি দেখানোর পর সবাই রাজি হয়ে যান। প্রস্তুতি নিচ্ছি পর্দায় চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য।’

প্রস্তুতি প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে অনেক ঝুঁকি থাকে। দর্শক এই গল্প আগে থেকে জানেন। একটু বিচ্যুতি হলেই অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। তাই সতর্ক থাকার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর বিভিন্ন ভিডিও ক্লিপ পাওয়া গেলেও শেখ কামালের পাওয়া যায় না। আর্কাইভে যোগাযোগ করছি, তাঁর কোনো অডিও বা ভিডিও ক্লিপ পাওয়া যায় কি না। সে সময়ে তাঁর কাছের মানুষদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি, তিনি কীভাবে কথা বলতেন, চলাফেরা করতেন। শেখ কামাল সেতার বাজাতেন, আমারও নানা ধরনের বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা আছে। তাঁর মতো আমিও ভালো ফুটবল খেলি, পেস বল করি, মঞ্চ থেকে বেড়ে উঠেছি। এসব গুণ আমাকে শেখ কামাল হয়ে উঠতে সাহায্য করবে।’ 

নির্মাতা মেহেদী রনি বলেন, ‘৬০ মিনিটে শেখ কামালের জীবনের সবটা তুলে আনা কঠিন কাজ। ক্যাপ্টেন কামাল টেলিফিল্মে তাঁর জীবনের শেষ তিন দিনের ঘটনা তুলে ধরা হবে। সেভাবেই চিত্রনাট্য তৈরি হয়েছে। এর মধ্যেই তাঁর রাজনৈতিক দর্শন, সাংগঠনিক দক্ষতা, খেলা, সংস্কৃতিচর্চাসহ নানা বিষয় উঠে আসবে।’ 

টেলিফিল্মে আরও অভিনয় করবেন ডলি জহুর, গাজী রাকায়েত, তানভীর প্রমুখ। চলতি মাসের ২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হবে ক্যাপ্টেন কামালের শুটিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত