শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ
যাত্রীদের জিম্মি করে চাঁদপুরের মতলব দক্ষিণের ধনাগোদা নদীর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পরেছেন স্থানীয় জনসাধারণ। তাঁদের অভিযোগ-এর আগেও বিভিন্ন সময়ে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জেলা পরিষদ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা। তবে অজ্ঞাত কারণে ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এর ফলে দুই উপজেলার বাসিন্দা এবং বিশেষ করে মতলব বাজার ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ দেখা গেছে।
জানা যায়, মতলব দক্ষিণ ও উত্তর বাসিন্দাদের পারাপারের জন্য প্রাচীন এই খেয়াঘাটে যাত্রীদের থেকে অতিরিক্ত টোল আদায় করে আসছে ঘাট কর্তৃপক্ষ। জনপ্রতি ঘাটের টোল পাঁচ টাকা ও নৌকার ভাড়া পাঁচ টাকা করে দিতে হয় প্রতিবার। আর মাত্র ১০০ মিটারের নদীটি পারাপার হয়ে মতলব দক্ষিণের লোকদের বাজারে যেতে-আসতে খরচ দিতে হয় ২০ টাকা।
ভুক্তভোগীরা বলেন, যেখানে সরকারি কোনো বিনিয়োগ নেই, সেখানে কীসের ভিত্তিতে এই টাকা আদায় করা হয়। আর ইচ্ছে হলেই কেন অতিরিক্ত ভাড়া আমাদের দিতে হবে।
তাঁরা জানান, এই খেয়াঘাট দিয়ে ৭০টি নৌকায় প্রতিদিন ২০ হাজার যাত্রী পারাপার হয়, তাদের মধ্যে স্থানীয় ব্যবসায়ীরাসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রী যাতায়াত করে থাকে। এ ছাড়া মতলব উত্তরের কৃষকদের বিভিন্ন কৃষিজাত পণ্য মতলব বাজারে নিয়ে কেনা-বেচা করতে নৌকায় যেতে হয়। অনেক সময় পণ্যের ব্যাগসহ ছোট বস্তাপ্রতিও অধিক টাকা দিতে হয় ঘাট কর্তৃপক্ষকে।
উপজেলার কৃষকদের অভিযোগ, মতলব বাজারে ১০ টাকার কিছু বিক্রি করতে গেলে সেখানেও ইজারা দিতে হয়।
তবে খোঁজ নিয়ে জানা যায়, ঘাট কর্তৃপক্ষের ইজারা নবায়ন না করে অবৈধভাবে সাধারণ জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন তাঁরা। এর আগেও বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হলে কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পরে মতলব দক্ষিণ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইজারাদারদের ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ইজারা নবায়ন করার নির্দেশ দেন এবং ভাড়া তালিকা ঘাটে টাঙানোর নির্দেশ দেন। কিন্তু পুনরায় কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও অতিরিক্ত অর্থ আদায় শুরু করেন।
পরে ইজারাদারদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে ভ্রাম্যমাণ আদালত ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু ঘাট কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ার ঘণ্টা সময় পর থেকে অতিরিক্ত অর্থ আদায় করায় যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক বলেন, ‘কয়েকবার অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। আবারও অভিযান পরিচালনা করা হবে।’
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, ‘পৌরসভা থেকে খেয়াঘাটটি ইজারা দেওয়া হয়নি, জেলা পরিষদ থেকে দেওয়া হয়েছে। তবে ইজারাদারের অনিয়ম আর অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ হতে ঘাট বাতিলের জন্য বরাবর লিখিত আবেদন করা হয়েছে। তারপরও জেলা পরিষদ কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’
অভিযোগের বিষয়ে জানতে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস কে মহিউদ্দিন রাসেলের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, তবে বেশি কিছু জানি না।’
যাত্রীদের জিম্মি করে চাঁদপুরের মতলব দক্ষিণের ধনাগোদা নদীর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পরেছেন স্থানীয় জনসাধারণ। তাঁদের অভিযোগ-এর আগেও বিভিন্ন সময়ে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জেলা পরিষদ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা। তবে অজ্ঞাত কারণে ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এর ফলে দুই উপজেলার বাসিন্দা এবং বিশেষ করে মতলব বাজার ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ দেখা গেছে।
জানা যায়, মতলব দক্ষিণ ও উত্তর বাসিন্দাদের পারাপারের জন্য প্রাচীন এই খেয়াঘাটে যাত্রীদের থেকে অতিরিক্ত টোল আদায় করে আসছে ঘাট কর্তৃপক্ষ। জনপ্রতি ঘাটের টোল পাঁচ টাকা ও নৌকার ভাড়া পাঁচ টাকা করে দিতে হয় প্রতিবার। আর মাত্র ১০০ মিটারের নদীটি পারাপার হয়ে মতলব দক্ষিণের লোকদের বাজারে যেতে-আসতে খরচ দিতে হয় ২০ টাকা।
ভুক্তভোগীরা বলেন, যেখানে সরকারি কোনো বিনিয়োগ নেই, সেখানে কীসের ভিত্তিতে এই টাকা আদায় করা হয়। আর ইচ্ছে হলেই কেন অতিরিক্ত ভাড়া আমাদের দিতে হবে।
তাঁরা জানান, এই খেয়াঘাট দিয়ে ৭০টি নৌকায় প্রতিদিন ২০ হাজার যাত্রী পারাপার হয়, তাদের মধ্যে স্থানীয় ব্যবসায়ীরাসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রী যাতায়াত করে থাকে। এ ছাড়া মতলব উত্তরের কৃষকদের বিভিন্ন কৃষিজাত পণ্য মতলব বাজারে নিয়ে কেনা-বেচা করতে নৌকায় যেতে হয়। অনেক সময় পণ্যের ব্যাগসহ ছোট বস্তাপ্রতিও অধিক টাকা দিতে হয় ঘাট কর্তৃপক্ষকে।
উপজেলার কৃষকদের অভিযোগ, মতলব বাজারে ১০ টাকার কিছু বিক্রি করতে গেলে সেখানেও ইজারা দিতে হয়।
তবে খোঁজ নিয়ে জানা যায়, ঘাট কর্তৃপক্ষের ইজারা নবায়ন না করে অবৈধভাবে সাধারণ জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন তাঁরা। এর আগেও বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হলে কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পরে মতলব দক্ষিণ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইজারাদারদের ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ইজারা নবায়ন করার নির্দেশ দেন এবং ভাড়া তালিকা ঘাটে টাঙানোর নির্দেশ দেন। কিন্তু পুনরায় কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও অতিরিক্ত অর্থ আদায় শুরু করেন।
পরে ইজারাদারদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে ভ্রাম্যমাণ আদালত ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু ঘাট কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ার ঘণ্টা সময় পর থেকে অতিরিক্ত অর্থ আদায় করায় যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক বলেন, ‘কয়েকবার অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। আবারও অভিযান পরিচালনা করা হবে।’
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, ‘পৌরসভা থেকে খেয়াঘাটটি ইজারা দেওয়া হয়নি, জেলা পরিষদ থেকে দেওয়া হয়েছে। তবে ইজারাদারের অনিয়ম আর অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ হতে ঘাট বাতিলের জন্য বরাবর লিখিত আবেদন করা হয়েছে। তারপরও জেলা পরিষদ কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’
অভিযোগের বিষয়ে জানতে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস কে মহিউদ্দিন রাসেলের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, তবে বেশি কিছু জানি না।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪