খুলনা ও বাগেরহাট প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি আজ বুধবার খুলনা বিভাগসহ দেশের ৫১টি জেলার বিভিন্ন স্থানের ২ হাজার কিলোমিটার উন্নয়ন করা মহাসড়কের উদ্বোধন করবেন। এর
মধ্যে খুলনা বিভাগে রয়েছে ৩৫২ দশমিক ২৬ কিলোমিটার সড়ক। যোগাযোগব্যবস্থার উন্নয়নে এটিকে নতুন মাত্রা বলে গন্য করা হচ্ছে।
উদ্বোধন উপলক্ষে আজ সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে নতুন সড়ক নির্মাণ, প্রশস্তকরণ ও সড়ক সংস্কারে খুশি স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা: খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান মাসুদ জানান, খুলনার উন্নয়নকৃত সড়কের মধ্যে রয়েছে যশোরে ৩৬২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ৫৫ দশমিক ৩ কিলোমিটার, মাগুরায় ১৬৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৩৪ দশমিক ৬৯ কিলোমিটার, খুলনায় ১৪২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ২৯ কিলোমিটার, সাতক্ষীরায় ১২১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২৪ দশমিক ৮০ কিলোমিটার, বাগেরহাটে ৩৬৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৮৫ দশমিক ৮০ কিলোমিটার, কুষ্টিয়ায় ১৬৪ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৩৩ দশমিক ৪৯ কিলোমিটার, ঝিনাইদহে ১২৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ৬৩ দশমিক ৪৬ কিলোমিটার এবং নড়াইলে ১১৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ২৬ কিলোমিটার সড়ক।
খুলনা জেলা স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলবেন।
এর আগে গত সোমবার খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সব ক্ষেত্রে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সড়ক উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করছে সরকার। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই খুলনা অঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় দেশের ৫১টি জেলার মধ্যে খুলনা ও টাঙ্গাইল জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল যুক্ত থাকবেন। খুলনার জিরো পয়েন্ট থেকে চুকনগর ২৯ কিলোমিটার সড়কসহ বিভিন্ন সড়কের উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হবে বলে সভায় আশা করা হয়।
বাগেরহাট: বাগেরহাট সড়ক বিভাগের অধীনে ৮৬ কিলোমিটার নতুন সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সারা দেশে দুই হাজার কিলোমিটার সড়ক উদ্বোধনের সঙ্গে ভার্চুয়ালি বাগেরহাটের এই সড়কগুলোও উদ্বোধন করবেন তিনি।
বাগেরহাটের সড়কগুলো হচ্ছে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কের ৩৯ দশমিক ৫০ কিলোমিটার, বাগেরহাট-চিতলমারী ২৪ দশমিক ৫০ কিলোমিটার, চিতলমারী-পাটগাতী (টুঙ্গিপাড়া) সড়কের ১৩ দশমিক ৮০ কিলোমিটার এবং পিঙ্গুরিয়া-তেলিগাতী-হেরমা-রামপাল-মোংলা সড়কের ৮ কিলোমিটার।
এসব সড়ক নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৩১৫ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কের জন্য ১৩৮ কোটি ৫১ লাখ, বাগেরহাট-চিতলমারী সড়কের জন্য ১২৮ কোটি ২১ লাখ এবং পিঙ্গুরিয়া-হেরমা সড়কে ব্যয় হয়েছে ৪৯ কোটি ১৮ লাখ টাকা।
দীর্ঘদিন পরে হলেও নতুন সড়ক নির্মাণ, সড়ক প্রশস্তকরণ ও সড়ক সংস্কারে খুশি স্থানীয় বাসিন্দা, গাড়িচালক ও যাত্রীরা।
মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের ঢুলিগাতি গ্রামের সেরাজ উদ্দিন ফকির বলেন, ‘স্বাধীনতার পর থেকে আমাদের আশা ছিল, তেলিগাতী থেকে হেরমা পর্যন্ত বড় পাকা (পিচ ঢালাই) রাস্তা হবে। অনেকবার অনেকের মুখে শুনেছি, রাস্তা পাস হয়েছে। কিন্তু রাস্তা আর হয় না। আমাদের ৫০ বছরের অবসান শেষ হয়েছে। এখন বাড়ির সামনেই বড় পাকা রাস্তা, ইচ্ছেমতো সব জায়গায় যাওয়া যায়। খুবই ভালো লাগে।’
সিরাজ উদ্দিন ফকিরের সুরে সুর মিলিয়ে রহিমা বেগম নামের এক নারী বলেন, এই তো দুই বছর আগেও বছরের অন্তত ছয় মাস দু-তিন কিলোমিটার কাদা মাড়িয়ে অথবা নৌকা করে গিয়ে তারপর বড় রাস্তায় উঠতে হতো। এখন বাড়ির সামনেই ভ্যান, অটো, মোটরসাইকেল, প্রাইভেট কার, পণ্য পরিবহনের জন্য ট্রাক—সবকিছু পাওয়া যায়। শুনেছি বাসও চালু হবে। তখন আরও ভালো হবে।
বাগেরহাট-খুলনা মহাসড়কের যাত্রীবাহী বাসচালক আকিব মোল্লা রাসেল বলেন, একটা সময় ছিল নওয়াপাড়া থেকে বাগেরহাট পর্যন্ত খুব ভাঙা ছিল। গাড়ি চালাতে অতিরিক্ত কষ্ট হতো, আবার বাসের চাকাসহ অন্যান্য পার্সও দ্রুত নষ্ট হয়ে যেত। রাস্তা সংস্কার করার পর এখন গাড়ি চালিয়ে যেমন ভালো লাগে, তেমনি গাড়ির তেলও সাশ্রয়ী হয়।
সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাটের অনেক সড়কের কাজ হয়েছে। এর মধ্যে প্রায় ৮৬ কিলোমিটার সড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এসব সড়ক নির্মাণের ফলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এসব এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে বলে জানান এই কর্মকর্তা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি আজ বুধবার খুলনা বিভাগসহ দেশের ৫১টি জেলার বিভিন্ন স্থানের ২ হাজার কিলোমিটার উন্নয়ন করা মহাসড়কের উদ্বোধন করবেন। এর
মধ্যে খুলনা বিভাগে রয়েছে ৩৫২ দশমিক ২৬ কিলোমিটার সড়ক। যোগাযোগব্যবস্থার উন্নয়নে এটিকে নতুন মাত্রা বলে গন্য করা হচ্ছে।
উদ্বোধন উপলক্ষে আজ সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে নতুন সড়ক নির্মাণ, প্রশস্তকরণ ও সড়ক সংস্কারে খুশি স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা: খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান মাসুদ জানান, খুলনার উন্নয়নকৃত সড়কের মধ্যে রয়েছে যশোরে ৩৬২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ৫৫ দশমিক ৩ কিলোমিটার, মাগুরায় ১৬৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৩৪ দশমিক ৬৯ কিলোমিটার, খুলনায় ১৪২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ২৯ কিলোমিটার, সাতক্ষীরায় ১২১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২৪ দশমিক ৮০ কিলোমিটার, বাগেরহাটে ৩৬৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৮৫ দশমিক ৮০ কিলোমিটার, কুষ্টিয়ায় ১৬৪ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৩৩ দশমিক ৪৯ কিলোমিটার, ঝিনাইদহে ১২৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ৬৩ দশমিক ৪৬ কিলোমিটার এবং নড়াইলে ১১৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ২৬ কিলোমিটার সড়ক।
খুলনা জেলা স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলবেন।
এর আগে গত সোমবার খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সব ক্ষেত্রে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সড়ক উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করছে সরকার। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই খুলনা অঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় দেশের ৫১টি জেলার মধ্যে খুলনা ও টাঙ্গাইল জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল যুক্ত থাকবেন। খুলনার জিরো পয়েন্ট থেকে চুকনগর ২৯ কিলোমিটার সড়কসহ বিভিন্ন সড়কের উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হবে বলে সভায় আশা করা হয়।
বাগেরহাট: বাগেরহাট সড়ক বিভাগের অধীনে ৮৬ কিলোমিটার নতুন সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সারা দেশে দুই হাজার কিলোমিটার সড়ক উদ্বোধনের সঙ্গে ভার্চুয়ালি বাগেরহাটের এই সড়কগুলোও উদ্বোধন করবেন তিনি।
বাগেরহাটের সড়কগুলো হচ্ছে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কের ৩৯ দশমিক ৫০ কিলোমিটার, বাগেরহাট-চিতলমারী ২৪ দশমিক ৫০ কিলোমিটার, চিতলমারী-পাটগাতী (টুঙ্গিপাড়া) সড়কের ১৩ দশমিক ৮০ কিলোমিটার এবং পিঙ্গুরিয়া-তেলিগাতী-হেরমা-রামপাল-মোংলা সড়কের ৮ কিলোমিটার।
এসব সড়ক নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৩১৫ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কের জন্য ১৩৮ কোটি ৫১ লাখ, বাগেরহাট-চিতলমারী সড়কের জন্য ১২৮ কোটি ২১ লাখ এবং পিঙ্গুরিয়া-হেরমা সড়কে ব্যয় হয়েছে ৪৯ কোটি ১৮ লাখ টাকা।
দীর্ঘদিন পরে হলেও নতুন সড়ক নির্মাণ, সড়ক প্রশস্তকরণ ও সড়ক সংস্কারে খুশি স্থানীয় বাসিন্দা, গাড়িচালক ও যাত্রীরা।
মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের ঢুলিগাতি গ্রামের সেরাজ উদ্দিন ফকির বলেন, ‘স্বাধীনতার পর থেকে আমাদের আশা ছিল, তেলিগাতী থেকে হেরমা পর্যন্ত বড় পাকা (পিচ ঢালাই) রাস্তা হবে। অনেকবার অনেকের মুখে শুনেছি, রাস্তা পাস হয়েছে। কিন্তু রাস্তা আর হয় না। আমাদের ৫০ বছরের অবসান শেষ হয়েছে। এখন বাড়ির সামনেই বড় পাকা রাস্তা, ইচ্ছেমতো সব জায়গায় যাওয়া যায়। খুবই ভালো লাগে।’
সিরাজ উদ্দিন ফকিরের সুরে সুর মিলিয়ে রহিমা বেগম নামের এক নারী বলেন, এই তো দুই বছর আগেও বছরের অন্তত ছয় মাস দু-তিন কিলোমিটার কাদা মাড়িয়ে অথবা নৌকা করে গিয়ে তারপর বড় রাস্তায় উঠতে হতো। এখন বাড়ির সামনেই ভ্যান, অটো, মোটরসাইকেল, প্রাইভেট কার, পণ্য পরিবহনের জন্য ট্রাক—সবকিছু পাওয়া যায়। শুনেছি বাসও চালু হবে। তখন আরও ভালো হবে।
বাগেরহাট-খুলনা মহাসড়কের যাত্রীবাহী বাসচালক আকিব মোল্লা রাসেল বলেন, একটা সময় ছিল নওয়াপাড়া থেকে বাগেরহাট পর্যন্ত খুব ভাঙা ছিল। গাড়ি চালাতে অতিরিক্ত কষ্ট হতো, আবার বাসের চাকাসহ অন্যান্য পার্সও দ্রুত নষ্ট হয়ে যেত। রাস্তা সংস্কার করার পর এখন গাড়ি চালিয়ে যেমন ভালো লাগে, তেমনি গাড়ির তেলও সাশ্রয়ী হয়।
সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাটের অনেক সড়কের কাজ হয়েছে। এর মধ্যে প্রায় ৮৬ কিলোমিটার সড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এসব সড়ক নির্মাণের ফলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এসব এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে বলে জানান এই কর্মকর্তা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫