Ajker Patrika

তেরখাদায় ৬ ইউপিতে নৌকা চান ৪৭ জন

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২: ৫৯
তেরখাদায় ৬ ইউপিতে নৌকা চান ৪৭ জন

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট মনোনয়নপ্রত্যাশীরা মাঠে নেমে পড়েছেন। এ ক্ষেত্রে পিছিয়ে নেই তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নও। এখানে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতিমধ্যে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে ছয়টি ইউপি থেকে ৪৭টি আবেদনপত্র জমা পড়েছে।

গত শনিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাঁরা এ আবেদনপত্র জমা দেন। দলীয় প্রতীক নৌকা পেতে যাঁরা উপজেলা আওয়ামী লীগ নেতাদের কাছে আবেদন করেছেন—তাঁরা হলেন ১ নম্বর আজগড়া ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কৃষ্ণ মেনন রায়, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক, মো. বাদশা মল্লিক, শেখ শারাফাত হোসেন, রবি বিশ্বাস, শংকর কুমার বালা, আক্তারুজ্জামান জুন ও মিন্টু মোল্লা।

২ নম্বর বারাসাত ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, মো. আরিফ হাসান, যুবলীগ নেতা এস এম ওবায়দুল্লাহ বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মো. আনিচুল হক, টেক্সটাইল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহাদী, ছাত্রলীগ নেতা শেখ রিয়েল ও মো. ইখতিয়ার উদ্দিন মোল্লা নৌকার আবেদন করেছেন।

৩ নম্বর ছাগলাদহ ইউনিয়ন থেকে নৌকা চান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম দীন ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুস শুকুর শেখ, খান মোহম্মাদ আলী, শেখ নাসির উদ্দিন, খান সেলিম আহমেদ, কাজী আশরাফ আলী, শেখ মঞ্জুরুল আলম, সোহাগ কাজী, যুবলীগ নেতা বদরুল আলম ও মো. সুমন কাজী।

৪ নম্বর সাচিয়াদহ ইউনিয়ন থেকে রয়েছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা উকিল উদ্দিন লস্কর, আওয়ামী লীগ নেতা বুলবুল আহমেদ মোল্লা, মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, ইঞ্জিনিয়ার মো. আনিছুজ্জামান, সোহাগ শেখ, তাপস বিশ্বাস, যুবলীগ নেতা হাবিবুল্লাহ মোল্লা পান্নু ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর শিকদার।

৫ নম্বর তেরখাদা ইউনিয়ন থেকে মনোনয়নপ্রত্যাশী শিউলি সরোয়ার, এফ এম অহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা এফ এম মফিজুর রহমান, মোল্লা অহিদুজ্জামান ফরিদ, আরিফুজ্জামান অরুণ, শেখ আবুল হাসান, শরিফুল ইসলাম লিংকন, শেখ শামীম হাসান, তরিকুল ইসলাম ঝিলু মুন্সী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত