Ajker Patrika

বন্দরে আসার পথেই চুরি হয় রপ্তানিপণ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বন্দরে আসার পথেই চুরি হয় রপ্তানিপণ্য

কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম বন্দরের দিকে আসা রপ্তানিপণ্য চুরি করে বিক্রির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‍্যাব-৭। এঁদের মধ্যে একজন চালকের সহকারী।

গত শুক্রবার ফেনীর ছাগলনাইয়া ধুমঘাট শিল্প এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। আটকেরা হলেন কাভার্ডভ্যান চালকের সহকারী মো. আল আমিন (২৮), মো. নিজাম (২২), মো. শাহজাহান (৫১), মো. মাইনুল হাসান আসিক (২০), মো. নুরুননবী (২৬)। এ সময় জোবায়ের পারভেজসহ (৩০) আরও চারজন পালিয়ে যান বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাবে সিনিয়র সহকারী পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিদেশে রপ্তানির জন্য তৈরি পোশাক চুরিতে জড়িত। তাঁরা কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসা পণ্য পথে সরিয়ে ফেলত।

নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গত শুক্রবার রপ্তানিযোগ্য পণ্য নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয় একটি কাভার্ড ভ্যান। সেটি ফেনীর ছাগলনাইয়া ধুমঘাট শিল্প এলাকায় অবস্থান নেয়। র‍্যাব সদস্যরা গোপনে তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটির মালামাল উদ্ধার করেন। এ সময় পাঁচজনকে আটক করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানান, এর আগে বিভিন্ন সময় পথ থেকে কাভার্ড ভ্যানের মালামাল চুরি যাওয়ার বিষয়ে র‍্যাবের কাছে কয়েকটি অভিযোগ আসে। এসব অভিযোগ পেয়ে এতে জড়িত চক্রটিকে ধরতে তৎপর হয় র‍্যাব। এই চোরাকারবারিদের কারণে বৈদেশিক বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তাঁরা।

নিয়াজ মোহাম্মদ চপল বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত