Ajker Patrika

গরিবের চালেও নজর বাবু চেয়ারম্যানের

শাহরিয়ার হাসান, বকশীগঞ্জ, জামালপুর
গরিবের চালেও নজর বাবু চেয়ারম্যানের

গরিব-দুস্থের জন্য সরকার থেকে কিছু চাল দেওয়া হয় প্রতি মাসে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেই চাল তাঁদের বুঝিয়ে দেন। কিন্তু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) মাহমুদুল আলম বাবুর নজর পড়ে থাকত এই চালের ওপর। কখনো দুস্থদের দিয়েছেন অর্ধেক চাল আবার কখনো পুরোটা মেরে দিয়েছেন। এমনকি চাল পাওয়ার জন্য কার্ড করার কথা বলে একেকজনের কাছ থেকে তিনি ৫ থেকে ১০ হাজার করে টাকা নিয়েছেন বলেও অভিযোগ আছে।

এভাবে টন টন চাল আত্মসাতের খবর ইউনিয়ন পরিষদের সদস্য থেকে গ্রামের মানুষও জানতেন-বুঝতেন। কিন্তু চেয়ারম্যানের ভয়ে কেউ কখনো মুখ খোলেননি। তবে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলায় চেয়ারম্যান বাবু গ্রেপ্তারের পর কথা বলতে শুরুও করেছেন সাধারণ ভুক্তভোগীসহ অনেকে।

বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় গত বুধবার রাতে হামলার শিকার হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম। পরের দিন তিনি হাসপাতালে মারা যান। তাঁর পরিবারের অভিযোগ, প্রকাশিত সংবাদের জের ধরে নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার মূল অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারের পর গত সোমবার সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীরা বলছেন, ইউনিয়ন পরিষদে গরিবদের জন্য সরকারিভাবে বরাদ্দ ১০ কেজি চালের দুই বছরের কার্ড দিতে ৫ হাজার করে টাকা নিতেন চেয়ারম্যান বাবু। ৩০ কেজির জন্য তা বেড়ে যেত আরও ৫ হাজার। কিন্তু এসবের বাইরে বাবুর নজর ছিল মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ডের ওপর। দুই বছর মেয়াদি এই কর্মসূচির এক মাসে বরাদ্দের ১১ টন চালই আত্মসাৎ করেন তিনি। বাজারে তা বিক্রি করেন পান ৬-৭ লাখ টাকা। প্রতারণার আশ্রয় নিয়ে চলতি মাসেও আরও ১১ টন চাল গোপনে উঠিয়ে আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন।

বকশীগঞ্জ উপজেলা পরিষদ থেকে জানা যায়, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় সাধুরপাড়া ইউনিয়নে ৩৮৫ জন দুস্থ নারীকে সহযোগিতা করা হয়। যাঁরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পান। দুই বছর মেয়াদি এই কর্মসূচি চলবে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত।

তবে সাধুরপাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য আমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকজন পুরুষ আর একজন নারী মেম্বারকে নিয়ে বাবু চেয়ারম্যানের জোট রয়েছে। এক মাসের ভিডব্লিউবি পুরোটাই খেয়ে ফেলেছে। এবারও আত্মসাৎ করতে চাল উঠিয়েছে।’ 
 
যে কৌশলে ১১ টন চাল আত্মসাৎ
ইউনিয়ন পরিষদের একটি সূত্র বলেছে, গত মার্চ মাসে এই ইউনিয়নে দুস্থ ৩৮৫ জন নারীর জন্য ভিডব্লিউবির কর্মসূচি থেকে ১১ টন চাল আসে। কিন্তু ভালো চাল আসেনি বলে এলাকায় প্রচার করেন চেয়ারম্যান ও তাঁর পক্ষের সদস্যরা। কার্ডধারীদের জানানো হয়, চাল আসতে দেরি হবে, তাই সরকারি অন্য বরাদ্দ থেকে তাঁদের মধ্যে চাল বিতরণ করা হবে। সে কারণে মার্চ মাসে চালের পরিমাণ অর্ধেকও হতে পারে। এই বলে অন্য খাতে বরাদ্দ আসা চাল থেকে কার্ডধারীদের কিছু কিছু বিলি করেন। আর ওই ১১ টন চালের পুরোটি তুলে নিয়ে আত্মসাৎ করেন।

মার্চে ১০ কেজি চাল পাওয়া নাম প্রকাশের অনিচ্ছুক একজন (ভিডব্লিউবি কার্ডধারী) নারী বলেন, ‘কার্ড হওয়ার পর খরচের জন্য চেয়ারম্যানকে ১০ হাজার টাকা দিতে হয়েছে। এক মাস চাল ঠিকই পেয়েছি, কিন্তু পরের মাস থেকেই চাল অর্ধেক। চলতি মাসেও চাল আসতে দেরি হবে বলে ইউনিয়ন সদস্যরা বলছেন।’ 
সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, সাত বছর ধরে এভাবেই চলছে এই পরিষদ। এক বরাদ্দের জন্য আসা চাল দুই কার্ডধারীদের দিচ্ছেন। অন্য বরাদ্দ পুরোটা ভাগ-বাঁটোয়ারা করে খেয়ে ফেলছেন। এভাবে এক মাসের চাল মারতে পারলে কয়েক লাখ টাকা পাওয়া যাচ্ছে। 
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডব্লিউবি চাল উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় থেকে দেখভাল করা হয়। আমরা যথাযথ খোঁজখবর নিয়ে থাকি। তবে আমাদের কাছে এসব নিয়ে কেউ অভিযোগ করতে আসেন না।’ 
 
গুদামভর্তি চাল, জানে না উপজেলা কার্যালয়
প্রতারণার একই কৌশল অবলম্বন করে চলতি মাসেও গোপনে ভিডব্লিউবির ১১ টন ৫৫ কেজি চাল তুলেছিলেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কিন্তু সে খবর জানত না উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। উপজেলা চতুর্থ শ্রেণির এক কর্মচারী নাম না প্রকাশ করে বলেন, গোপনে কাগজ পাস করে চাল ওঠাতেন বাবু চেয়ারম্যান। কেউ উপজেলায় খোঁজ নিলেও জানতে পারত সাধুরপাড়া ইউনিয়ন চাল ওঠায়নি। তাই যা দেবে সেটাই ভালো। মূলত এটাই তাঁর প্রতারণার কৌশল।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন আজকের পত্রিকাকে বলেন, অন্য ইউনিয়নে ভিডব্লিউবি চাল বিতরণ শুরু করা হয়েছে। সাধুরপাড়ায় হয়তো চাল এখনো যায়নি।

এই কর্মকর্তার কাছে চাল না যাওয়ার তথ্য থাকলেও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের একটি সূত্র বলছে, প্রায় ১০ দিন আগেই বাবু চেয়ারম্যান এই চাল এনে গুদামে আলাদা করে রেখেছেন। পরিষদের কেউ কেউ ধারণা করছেন, এবারের চালও সরানোর জন্য তিনি একই কৌশল নিয়েছেন। 

নাদিম খুনের মামলা ডিবিতে
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে করা মামলাটি বকশীগঞ্জ থানা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ইতিমধ্যে মামলাটির অনেক অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার ১৩ আসামির জিজ্ঞাসাবাদ চলছে। 

নাদিম হত্যার বিচার হবে: মানবাধিকার কমিশন
নাদিম হত্যাকাণ্ডের বিচার দেশে উদাহরণ তৈরি করবে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় ১০০ বারের মতো পিছিয়েও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি। কিন্তু আমি বিশ্বাস করি, নাদিম হত্যার বিচার হবে।’ গতকাল নাদিমের গ্রামের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নাদিমকে হত্যা করার মাধ্যমে যে অন্যায় করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এতে পরবর্তী সময়ে আর কোনো সাংবাদিকের গায়ে হাত তোলার ক্ষেত্রে ১০ বার ভাবতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত