Ajker Patrika

উদ্বোধন হলেও চালু হয়নি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ৩০
উদ্বোধন হলেও চালু হয়নি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধনের পর পেরিয়ে গেছে পাঁচ মাস। কিন্তু এখনো চালু হয়নি নিয়মিত নামাজ আদায়। উদ্বোধনের পরদিন প্রথম জুমার নামাজ আদায় করা হয় মসজিদটিতে।

প্রথম জুমায় মুসল্লিদের ঢল নেমেছিল। কিন্তু এরপর আর কোনো ওয়াক্তের নামাজ আদায় হয়নি মসজিদটিতে। স্থানীয় মুসল্লিরা বলছেন, পাশের অস্থায়ী মসজিদে নামাজ আদায় করতে গিয়ে ভোগান্তি পোহাতে হয় পর্যাপ্ত স্থানের জন্য। তবে মসজিদ কর্তৃপক্ষ বলছে, কিছু কাজ অসমাপ্ত ছিল। সেসব শেষ করে আগামী সপ্তাহে মসজিদটি পুরোদমে চালু হবে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ১১ কোটি ৮৬ লাখ ২৪ হাজার ৩৯২ টাকা ব্যয়ে ইসলামিক ফাউন্ডেশন, পাকুন্দিয়া মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করেছে। নির্মাণকাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের ১১ জুন বঙ্গভবন থেকে ভার্চুয়ালি দেশের বিভিন্ন এলাকার ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ৫০টির একটি এটি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উদ্বোধনের পর মসজিদটির ফ্লোর ও দ্বিতীয় তলায় নামাজ আদায়ের কক্ষের গ্রিলসহ বেশকিছু কাজ অসমাপ্ত থেকে যায়। এ কারণে পরদিন শুক্রবার জুমার নামাজ আদায়ের পর, অসমাপ্ত কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত মসজিদে নামাজ আদায় বন্ধ রাখা হয়। এরপর মুসল্লিরা পাশের একটি অস্থায়ী জায়গায় নামাজ আদায় করছেন।

সেই অস্থায়ী জায়গায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হলেও জুমার নামাজে বেশি মুসল্লি আসায় স্থানসংকুলান হয় না। অনেকেই এদিন উপজেলা পরিষদসহ অন্যান্য মসজিদে নামাজ আদায় করেন। এতে ওই মসজিদগুলোতেও মুসল্লির সংখ্যা বেশি হয়।

মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সোলায়মান কবির বলেন, মসজিদটি উদ্বোধনের পর এক দিন শুধু জুমার নামাজ আদায় হয়েছিল। কিছু কাজ অসমাপ্ত থাকায় নামাজ আদায় বন্ধ রয়েছে। তবে মসজিদটির পাশে অস্থায়ী একটি মসজিদে পাঁচ ওয়াক্তসহ জুমার নামাজ আদায় হচ্ছে। কিন্তু জুমার নামাজে এত বেশি মুসল্লির আগমন হয়, তাতে স্থানসংকুলান অসম্ভব হয়ে পড়ে। তবে মসজিদের অসমাপ্ত কাজ শেষের দিকে।

চলতি সপ্তাহে মসজিদের স্বাভাবিক কার্যক্রম চালু হওয়ার সিদ্ধান্ত হতে পারে।

ইসলামিক ফাউন্ডেশন পাকুন্দিয়া শাখার ফিল্ড সুপারভাইজার মো. উছমান গণি বলেন, ‘ফ্লোরসহ দোতলায় কিছু কাজ বাকি ছিল, যা ম্যানুয়ালেও ছিল না। তা শেষ করা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে মসজিদটি চালু হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, শিগগির মসজিদটি নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত