Ajker Patrika

ভালো উইকেটে হেরেও ইতিবাচক দেখছেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভালো উইকেটে হেরেও ইতিবাচক দেখছেন তামিম

গত ৭ বছর ওয়ানডেতে ঘরের মাঠকে দুর্গ বানিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেটা ভেঙে পড়ল গতকাল। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই হারে লম্বা সময় পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। টানা দুই ম্যাচ হারের ঘটনাও ৯ বছর পর। ঘরের মাঠে সর্বশেষ এমন স্বাদ পেয়েছিল ২০১৪ সালে ভারতের বিপক্ষে।

প্রথম ম্যাচে কিছুটা অস্বাভাবিক আচরণ থাকলেও গতকাল সে হিসেবে উইকেট ভালোই ছিল। প্রথম ম্যাচের মতো উইকেটের আচরণ দুই রকম ছিল না বলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন সেঞ্চুরিয়ান জেসন রয়। আগে ব্যাটিং করে ইংলিশদের ৩২৬ রানের সংগ্রহও সেটাই বলে। বাংলাদেশের মাটিতে এটিই ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর। এমন উইকেটেও বাংলাদেশ ১৯৪ রানে অলআউট হয়েছে। সিরিজ শুরুর আগে অধিনায়ক তামিম ইকবাল ভালো উইকেটে খেলার কথা বলেছিলেন। সেক্ষেত্রে ফল নিয়ে ঝুঁকি নেওয়ার কথাও যোগ করেছিলেন তিনি।

ভালো উইকেটেই কি তাহলে নিয়মিত খেলবে বাংলাদেশ? গতকাল সিরিজ হারের পর এমন প্রশ্নে তামিম বলেছেন, ‘ভালো উইকেটের কথা হচ্ছিল তখন বলেছিলাম, আপনি সব সময় ফলনির্ভর চিন্তা করতে পারবেন না। সব সময়ই ফল নিয়ে ভাবলে হবে না। বাংলাদেশে আমরা যখন খেলি, এই  নয় যে, আমরা শুধু খারাপ উইকেটে ম্যাচ জিতেছি, ভালো উইকেটেও জিতেছি। আপনি যখন কিছু পরিবর্তন করতে যাবেন, জিতবেনও-হারবেনও। পুরোটাকেই আপনাকে প্রক্রিয়া হিসেবে নিতে হবে।’

টস জিতে তামিম ফিল্ডিং নিলেও জস বাটলার টস জিতলে ব্যাটিংই করতে চেয়েছিলেন। কোন ভাবনা থেকে ফিল্ডিং নেওয়া, যেখানে উইকেট প্রথম ওয়ানডের চেয়ে বেশ ভালো ছিল। তামিম বলেছেন, ‘আসলে বিপক্ষ অধিনায়ক কী করতে চেয়েছে, এটা নিয়ে আমি ভাবিনি। সে আগে ব্যাটিং করতে চেয়েছে কি না, সেটা আমার দেখার বিষয় না। আমি ও আমার দল ভেবেছিল, পিচ একটু ট্রিকি ছিল। কিন্তু যতই ট্রিকি থাকুক যদি আপনি সঠিক জায়গায় বল করতে না পারেন, তাহলে রান হবেই। এ ছাড়া যেভাবে ওরা ব্যাটিং করেছে ওদের কৃতিত্ব দিতেই হবে।’

রান তাড়ায় প্রথম দুই ওভারেই ৩ উইকেটে হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে এটাকে হারের প্রধান কারণ মনে করেন না তামিম। বোলিংয়ে উইকেটের সহায়তা কাজে লাগাতে না পারাকে বড় করে দেখছেন তিনি, ‘বিশেষ করে প্রথম ৪-৫ ওভার আমরা ভালো বোলিং করিনি। টস জিতে যখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিই, তখন উইকেটে যথেষ্ট সহায়তা ছিল। যে ধরনের উইকেট ছিল স্কোরটা যদি ২৬০-২৭০ রান হতো, আমাদের সেটা তাড়া করা উচিত হতো।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত