Ajker Patrika

‘সামাজিক মাধ্যম বিষাক্ত ভাগাড়ে পরিণত হয়েছে’

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২: ০১
‘সামাজিক মাধ্যম বিষাক্ত ভাগাড়ে পরিণত হয়েছে’

শান্তিতে নোবেলজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এখন বিষাক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মিথ্যার ভাইরাসকে না আটকে ছেড়ে দিয়েছে সবাইকে সংক্রমিত করতে।’

নোবেল পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মারিয়া রেসা এ মন্তব্য করেন। এ বছর রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতফের সঙ্গে যৌথভাবে মারিয়া রেসা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। সাংবাদিকদের ওপর দমন-পীড়নের মধ্যেই মতপ্রকাশের স্বাধীনতার জন্য পৃথকভাবে লড়াই চালিয়ে যাওয়ায় তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। নরওয়ের অসলোয় গত শুক্রবার জমকালো এক অনুষ্ঠানে তাঁরা পুরস্কার গ্রহণ করেন।

বিবিসি জানায়, মারিয়া রেসা তাঁর বক্তব্যে অভিযোগ করেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বিদ্বেষ ছড়িয়ে মুনাফা লুটছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাংবাদিকতা ও সত্যকে দূরে ঠেলে পক্ষপাতের পথ বেছে নিয়েছে। প্রতিষ্ঠানগুলো তাদের অসীম ক্ষমতা কাজে লাগিয়ে বিভেদ বাড়াচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত