Ajker Patrika

শার্শার দুই ইউপিতে গুলি-বোমা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১০: ৩৬
শার্শার দুই ইউপিতে গুলি-বোমা

যশোরের শার্শা উপজেলায় নির্বাচনী সহিংসতায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে গোঁগা ইউনিয়নে গুলি ও বোমায় আহত হয় তিনজন। সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নে তিনটি বোমার বিস্ফোরণ ঘটলেও কেউ আহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোঁগা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তবিবর রহমান। গতকাল শুক্রবার সকালে নৌকা প্রার্থীর সমর্থকেরা পাঁচভুলোট এলাকায় স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমানের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

তবিবর রহমানের লোকজন বাধা দিলে নৌকার সমর্থকেরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে তাঁরা গুলি শুরু করেন। এতে তবিবরের সমর্থক যুবলীগ কর্মী ফজর আলী ও আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং রবিউল ইসলাম নামে অপর একজন বোমার স্প্লিন্টারে আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দুপুরে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে কোনো পক্ষ মামলা করেনি।

বেনাপোল সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তার আলী জানান, তিনি ভোট নিয়ে বৃহস্পতিবার রাতে রাজাপুর গ্রামে রাস্তার ধারে কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজন কয়েকটি মোটরসাইকেল নিয়ে সেখানে এসে পরপর তিনটি হাতবোমা নিক্ষেপ করেন। তবে এতে কেউ আহত হয়নি। পরে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তাঁরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত