Ajker Patrika

দুর্গা পূজার শেষ সময়ের প্রস্তুতি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১: ১৭
দুর্গা পূজার শেষ   সময়ের প্রস্তুতি

আগামী মঙ্গলবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার সাজসজ্জা নিয়ে ব্যস্ত শিল্পীরা। অন্যদিকে মণ্ডপ সাজাতে ব্যস্ত পূজা উদ্‌যাপন কমিটির নেতারা। স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন করা হবে বলে জানানো হয়েছে পূজা উদ্‌যাপন কমিটির পক্ষে থেকে। এ দিকে মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থার কমতি থাকবে না বলে জানিয়েছে প্রশাসন।

এবার শেরপুর জেলায় ১৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৬৬টি, নালিতাবাড়ীতে ৩৭টি, ঝিনাইগাতীতে ২০টি, নকলায় ১৯টি ও শ্রীবরদীতে ৯টি মণ্ডপে দেবীর পূজা করতে পারবেন ভক্ত অনুসারীরা। মণ্ডপে তাই চলছে শেষ সময়ের প্রস্তুতি।

সরেজমিনে শেরপুর সদর উপজেলার বয়রা পালপাড়া এলাকাসহ বিভিন্ন মণ্ডপে গিয়ে দেখা যায়, সুনিপুণ হাতে রং তুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিমার সাজসজ্জায় ব্যস্ত তাঁরা।

প্রতিমা শিল্পী দিলীপ কুমার পাল বলেন, `পূজার আর মাত্র কয়েক দিন বাকি। এই সময়ের মধ্যে প্রতিমার সব কাজ শেষ করতে হবে।’

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু বলেন, `নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে মণ্ডপে মণ্ডপে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জেলায় শান্তিপূর্ণভাবে এবার দুর্গোৎসব উদ্‌যাপন করা হবে।’

দুর্গাপূজাকে ঘিরে নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা। শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, `দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি পৃথক তদারকি টিম ও সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে থাকবে।’

এ দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৩ পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উদ্‌যাপিত হবে। পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, `শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশ মণ্ডপের আশপাশের এলাকা গুলোতে টহল দেবে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত