গানের মেধাস্বত্ব নিয়ে অনেক দিন ধরেই কথা বলে আসছেন শিল্পীরা। বিভিন্ন মাধ্যমে শিল্পীদের যে গানগুলো প্রচার হয়, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর সম্মানী বুঝে পান না তাঁরা। অনেকেই জনপ্রিয় গানগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করলেও শিল্পীদের রয়্যালটি দেওয়ার ব্যাপারটি এড়িয়ে যান। তবে এখন সময় এসেছে শিল্পীদের মেধাস্বত্ব বুঝে পাওয়ার। কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে বেশ জোরেশোরে কাজ করছে বাংলাদেশ কপিরাইট অফিস।
গত বছরের ডিসেম্বরে বাউলসম্রাট শাহ আবদুল করিমের ৪৭২টি গানের মেধাস্বত্ব নিবন্ধন করে বাংলাদেশ কপিরাইট অফিস। গানগুলো পরে ‘শাহ আবদুল করিম ডটকম’ নামের ওয়েবসাইটে সংরক্ষণ করা হয়। গত এক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যতবার শ্রোতারা শাহ আবদুল করিমের গানগুলো শুনেছেন, তার রয়্যালটি হিসেবে জমেছে ১২ হাজার ডলার। সেখান থেকে ১০ হাজার ডলার তুলে দেওয়া হলো বাউলসম্রাটের ছেলে শাহ নূর জালালের হাতে।
গতকাল জাতীয় আর্কাইভস ভবন সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেকটি হস্তান্তর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘এক বছরে এত পরিমাণ রয়্যালটি জমেছে, এটা ভাবাও যায় না। প্রতিবছর এই অর্থ আসতেই থাকবে। অথচ মেধাস্বত্ব সংরক্ষণের এই ব্যাপারটি যদি আরও ২০ বছর আগে করা যেত, কী পরিমাণ অর্থ তাঁর পরিবার পেত! এটা একজন শিল্পীর পরিবারের জন্য অনেক কিছু।’
শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল বলেন, ‘সরকারি সহযোগিতায় আবদুল করিমের জীবনকর্ম সংরক্ষণের বন্দোবস্ত হয়েছে। তাঁর গানের রয়্যালটি আমরা বুঝে পাচ্ছি, এটা আমাদের জন্য আনন্দের খবর! আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বাবার গানগুলো যেন কোনোভাবে বিকৃত না হয়। আমাদের সে চাওয়া পূরণ হয়েছে।’
কপিরাইট অফিসের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী মেধাস্বত্ব সংরক্ষণের এই উদ্যোগ নেন ২০১৯ সালে। আইয়ুব বাচ্চুর গান সংরক্ষণে ওয়েবসাইট উদ্বোধনের পর আরও অনেক শিল্পীকে নিয়ে এমন কাজ করার দাবি ওঠে। এ ধারাবাহিকতায় গতকাল আরও দুই শিল্পীর ওয়েবসাইট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী কে এম খালিদ। একজন মরমি কবি হাসন রাজা, অন্যজন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এখন থেকে তাঁদের গানেরও মেধাস্বত্ব সংরক্ষিত হবে।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের আরও ২০ জন শিল্পীর ওয়েবসাইট তৈরির কাজ চলছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের কোনো শিল্পীকে শেষ বয়সে গিয়ে অর্থাভাবে অন্যের দ্বারস্থ হতে হবে না বলে মতপ্রকাশ করেছেন শিল্পীরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংগীতশিল্পী খুরশিদ আলম, রফিকুল আলম, সুজিত মোস্তফা, মনির খান, হামিন আহমেদ, গীতিকবি আসিফ ইকবাল, আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা ও অ্যান্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা।
গানের মেধাস্বত্ব নিয়ে অনেক দিন ধরেই কথা বলে আসছেন শিল্পীরা। বিভিন্ন মাধ্যমে শিল্পীদের যে গানগুলো প্রচার হয়, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর সম্মানী বুঝে পান না তাঁরা। অনেকেই জনপ্রিয় গানগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করলেও শিল্পীদের রয়্যালটি দেওয়ার ব্যাপারটি এড়িয়ে যান। তবে এখন সময় এসেছে শিল্পীদের মেধাস্বত্ব বুঝে পাওয়ার। কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে বেশ জোরেশোরে কাজ করছে বাংলাদেশ কপিরাইট অফিস।
গত বছরের ডিসেম্বরে বাউলসম্রাট শাহ আবদুল করিমের ৪৭২টি গানের মেধাস্বত্ব নিবন্ধন করে বাংলাদেশ কপিরাইট অফিস। গানগুলো পরে ‘শাহ আবদুল করিম ডটকম’ নামের ওয়েবসাইটে সংরক্ষণ করা হয়। গত এক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যতবার শ্রোতারা শাহ আবদুল করিমের গানগুলো শুনেছেন, তার রয়্যালটি হিসেবে জমেছে ১২ হাজার ডলার। সেখান থেকে ১০ হাজার ডলার তুলে দেওয়া হলো বাউলসম্রাটের ছেলে শাহ নূর জালালের হাতে।
গতকাল জাতীয় আর্কাইভস ভবন সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেকটি হস্তান্তর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘এক বছরে এত পরিমাণ রয়্যালটি জমেছে, এটা ভাবাও যায় না। প্রতিবছর এই অর্থ আসতেই থাকবে। অথচ মেধাস্বত্ব সংরক্ষণের এই ব্যাপারটি যদি আরও ২০ বছর আগে করা যেত, কী পরিমাণ অর্থ তাঁর পরিবার পেত! এটা একজন শিল্পীর পরিবারের জন্য অনেক কিছু।’
শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল বলেন, ‘সরকারি সহযোগিতায় আবদুল করিমের জীবনকর্ম সংরক্ষণের বন্দোবস্ত হয়েছে। তাঁর গানের রয়্যালটি আমরা বুঝে পাচ্ছি, এটা আমাদের জন্য আনন্দের খবর! আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বাবার গানগুলো যেন কোনোভাবে বিকৃত না হয়। আমাদের সে চাওয়া পূরণ হয়েছে।’
কপিরাইট অফিসের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী মেধাস্বত্ব সংরক্ষণের এই উদ্যোগ নেন ২০১৯ সালে। আইয়ুব বাচ্চুর গান সংরক্ষণে ওয়েবসাইট উদ্বোধনের পর আরও অনেক শিল্পীকে নিয়ে এমন কাজ করার দাবি ওঠে। এ ধারাবাহিকতায় গতকাল আরও দুই শিল্পীর ওয়েবসাইট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী কে এম খালিদ। একজন মরমি কবি হাসন রাজা, অন্যজন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এখন থেকে তাঁদের গানেরও মেধাস্বত্ব সংরক্ষিত হবে।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের আরও ২০ জন শিল্পীর ওয়েবসাইট তৈরির কাজ চলছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের কোনো শিল্পীকে শেষ বয়সে গিয়ে অর্থাভাবে অন্যের দ্বারস্থ হতে হবে না বলে মতপ্রকাশ করেছেন শিল্পীরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংগীতশিল্পী খুরশিদ আলম, রফিকুল আলম, সুজিত মোস্তফা, মনির খান, হামিন আহমেদ, গীতিকবি আসিফ ইকবাল, আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা ও অ্যান্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫