Ajker Patrika

নৌবাহিনীর জালে বসুন্ধরার ৬ গোল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪১
নৌবাহিনীর জালে বসুন্ধরার ৬ গোল

মৌসুমের প্রথম ম্যাচেই নিজের কদর বোঝালেন বসুন্ধরা কিংসের বসনিয়ান মিডফিল্ডার স্টোয়ান ভ্রানিয়েস। বুঝিয়েছেন বয়স ৩৬ চললেও পায়ে মরচে পড়েনি তাঁর। গতকাল স্বাধীনতা কাপে বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দলের বিপক্ষে ভ্রানিয়েসের জোড়া গোলে ৬-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বসুন্ধরা।

অথচ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের গতকালকের ম্যাচটা দিচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। বর্তমান আর সাবেক মিলিয়ে বসুন্ধরা-নৌবাহিনী ম্যাচে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের ১৬ ফুটবলার। শুরুতে দুই দলও খেলেছে সমানতালে। ৪১ মিনিট থেকেই শুরু নৌ দুর্গে ফাটল ধরে। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের ক্রস জোরালো হেডে বল জালে জড়ান ভ্রানিয়েস।

দুই মিনিট পরে আবারও এগিয়ে যায় বসুন্ধরা। ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া বলে ডান পায়ের জোরালো শটে গোল করেন ফার্নান্দেজ।

ভ্রানিয়াস-জাদুতে ৬৮ মিনিটে তৃতীয়বারের মতো এগিয়ে যায় বসুন্ধরা। বদলি হিসেবে নেমে ৭৯ মিনিটে বসুন্ধরার চতুর্থ গোলটি করেন ইব্রাহিমের বদলি এলিটা কিংসলে। ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান ৫-০ করেন রবসন রবিনহো। এক মিনিটের ব্যবধানে নৌবাহিনীর হাবিবুর রহমানের আত্মঘাতী গোলে ৬ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা। একই মাঠে গতকাল ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে মারুফুল হকের দল চট্টগ্রাম আবাহনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত