Ajker Patrika

আল্লাহর আনুগত্য করা কেন জরুরি

নাঈমুল হাসান তানযীম
আল্লাহর আনুগত্য করা কেন জরুরি

আল্লাহ আমাদের প্রভু; সৃষ্টিকর্তা। আমরা তাঁর বান্দা বা দাস। দাসের করণীয় হলো, মনিব যা আদেশ করবেন, যা বারণ করবেন, তা অবনত মস্তকে মেনে নেওয়া; কোনো ধরনের প্রশ্ন ছাড়াই তাঁর অনুগত থাকা। মালিকের অবাধ্য হলে যেমন তিনি অসন্তুষ্ট হন এবং শাস্তি দেন, তেমনি আল্লাহও অবাধ্য বান্দার প্রতি অসন্তুষ্ট হন এবং শাস্তি দেন।

তবে দুনিয়াতে আল্লাহ সব অবাধ্যতার শাস্তি দেন না। তিনি বরং পরকালের বিচারদিনেই চূড়ান্ত ফয়সালা করবেন বলে জানিয়ে দিয়েছেন। এ কারণে দেখা যায়, মানুষ মহান আল্লাহর শাস্তির কথা ভুলে বসে। এ কারণে আল্লাহ তাআলা নবী-রাসুল ও আসমানি কিতাব পাঠিয়ে মানুষকে সতর্ক করেন। তাঁরা আল্লাহর বিধান মেনে চলার আদেশ দেন। ভালো কাজের অসংখ্য পুরস্কার ও মন্দ কাজের কঠিন শাস্তির কথাও তাঁরা মানুষকে স্মরণ করিয়ে দেন।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য উল্লেখ করে বলেছেন, ‘আমি জিন ও মানুষকে কেবল আমার উপাসনা করার জন্যই সৃষ্টি করেছি। তাদের থেকে আমি কোনো রিজিক চাই না, চাই না তারা আমাকে আহার করাক।’ (সুরা জারিয়াত: ৫৬-৫৭)

আল্লাহ তাআলা কেবল আমাদের কাছে আনুগত্য চান। খুব সামান্য একটি চাওয়া! এটি আমাদের স্বাভাবিক জীবনযাপনকে কোনোভাবেই ব্যাহত করে না। তবুও বিভিন্ন অজুহাত ও ব্যস্ততার দোহাই দিয়ে আমরা তাঁর অবাধ্য হই। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী বান্দার জন্য এটি মোটেও শোভনীয় নয়।

অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা শাস্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ‘রাসুল তোমাদের কাছে নিয়ে এসেছে, তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছে, তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা।’ (সুরা হাশর: ৭)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত