Ajker Patrika

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের ৩ সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের ৩ সিনেমা

এ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। দেশের ‘এমআর-নাইন’-এর সঙ্গে রয়েছে বলিউডের ‘কিসি কা ভাই কিসি কা জান’ ও হলিউডের ‘ব্লু বিটল’।

এমআর-নাইন
কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা এবার আসছে রুপালি পর্দায়। ‘ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা ‘এমআর-নাইন: ডু অর ডাই’। বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের (৮৩ কোটি টাকা) সিনেমা। মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। আরও আছেন হলিউড অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার; বলিউডের সাক্ষী প্রধান, ওমি বৈদ্য; বাংলাদেশের শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি প্রমুখ। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে একযোগে ইংরেজিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

কিসি কা ভাই কিসি কা জান
আজ দেশজুড়ে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। আমদানি করছে এন ইউ আহমেদ ট্রেডার্স। ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ অ্যাকশন কমেডি ধাঁচের সিনেমা। গত ২১ এপ্রিল বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ সিনেমা হলে মুক্তি পায় সালমান অভিনীত সিনেমাটি। যার মধ্যে ভারতেরই মুক্তি পায় ৪ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে। এতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা প্রমুখ। বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৮টি হলে। 

ব্লু বিটল
ডিসি কমিকসের আরেক সুপারহিরোকে পর্দায় নিয়ে আসছে ডিসি স্টুডিওস। এবারের সিনেমার নাম ‘ব্লু বিটল’। ডিসি কমিকসের চরিত্র জেইমি রেইসকে ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করেছেন অ্যাঞ্জেল ম্যানুয়েল সটো। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা জোলো মারিডুয়েনা। অন্যান্য চরিত্রে রয়েছেন আদ্রিয়ানা বারাজা, ডামিয়ান আলকাজার, রাউল ম্যাক্স ট্রুজিলো, সুসান সারানডন, জর্জ লোপেজ প্রমুখ। ১৮ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাওয়া সিনেমাটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আজ। মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে চমক দেখিয়েছে ব্লু বিটল। বেশ কিছুদিন ধরে রাজত্ব করা ‘বার্বি’কে হটিয়ে মার্কিন বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত