Ajker Patrika

নববধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০০
নববধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক

কক্সবাজারের উখিয়ায় বিয়ের মাত্র ১ মাস ৪ দিনের মাথায় সুবর্ণ বড়ুয়া (২৩) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক আছেন নিহতের স্বামী দুলাল বড়ুয়া (২৮)।

গত শুক্রবার বিকেলে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রুমখা এলাকার নিজ শ্বশুরবাড়ি থেকে সুবর্ণ বড়ুয়ার লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসে পুলিশ।

জানা গেছে, গত ২১ জানুয়ারি কুতুপালং গ্রামের বাসিন্দা দুলাল বড়ুয়ার মেয়ে সুবর্ণ বড়ুয়ার সঙ্গে পশ্চিম রত্নাপালংয়ের দিনাংশু বড়ুয়ার কাতার প্রবাসী ছেলে দীপু বড়ুয়ার বিয়ে হয়।

সুবর্ণ বড়ুয়ার স্বামীর পরিবারের দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সুবর্ণ। তবে সুবর্ণের পরিবারের অভিযোগ পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে তাঁকে।

সুবর্ণের চাচা সুমন বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে সুর্বণের শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানায় সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। আমরা খবর পেয়ে ছুটে যাই, তখন মেঝেতে পড়া ছিলো সুবর্ণের লাশ। তাঁর স্বামী ঘটনার পর থেকে পলাতক।’ সুবর্ণের শরীরে আঘাতের চিহ্ন আছে বলে জানান সুমন।

সুবর্ণ বড়ুয়ার মৃত্যু আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ড কীনা তা খতিয়ে দেখছে উখিয়া থানা-পুলিশ। শুক্রবার রাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ বলেন, ‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

বিয়ের কয়েক দিন না যেতেই কেন সুবর্ণের এমন মৃত্যু? এ প্রশ্নে প্রশাসনের কাছে রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও তাঁর এলাকার বাসিন্দারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত