Ajker Patrika

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চিন্তা থেকে সরে আসার দাবি

আজকের পত্রিকা ডেস্ক
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চিন্তা থেকে সরে আসার দাবি

বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাসদ মার্ক্সবাদী সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার সকাল ও দুপুরে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির চিন্তা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। প্রতিনিধিদের পাঠানো খবর:

কিশোরগঞ্জ: বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে সকালে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে মানববন্ধন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা। এ কর্মসূচিতে বক্তব্য দেন বাসদ কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক শফীকুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ও জেলা বাসদ নেতা মাসুদ আহমেদ, শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সদস্যসচিব আব্দুর রহমান রুবেল, সদর উপজেলা শাখার বাসদের সভাপতি এম এ সালাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক খালেদা আক্তার প্রমুখ।

মানববন্ধনের সঞ্চালনা করেন বাসদের কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা।

হোসেনপুর: একই দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে বাসদের (মার্ক্সবাদী) বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। দুপুরে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় খেটে খাওয়া গ্রামবাসীসহ দলের নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

এ সময় বক্তব্য দেন দলের জেলা সমন্বয়ক আলাল মিয়া ও জেলার সদস্য এবায়দুল ইসলামসহ স্থানীয় নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, এমনিতেই সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে হিমশিম খাচ্ছে। এর ওপর নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সংকটাপন্ন হয়ে পড়বে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত