Ajker Patrika

পোস্টারে অগ্নিসংযোগ পাল্টাপাল্টি অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৬
পোস্টারে অগ্নিসংযোগ পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভয়ভীতি দেখানো ও পোস্টারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ধারাবারিষা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটিনার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে ধারাবারিষা ইউপির নয়াবাজারে মানববন্ধন ও পথসভা করেন স্বতন্ত্র প্রার্থী হাজেদা বেগম (ঘোড়া) ও তাঁর কর্মী-সমর্থকেরা।

জানা গেছে, গত মঙ্গলবার রাত ১টার দিকে ধারাবারিষা ইউপির শিধুলী, চরকাদহ ও চলনালী গ্রাম থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোছা হাজেদা বেগমের পোস্টার ছিঁড়ে আগুন দেয় আব্দুল মতিনের কর্মী-সমর্থকেরা। এমন অভিযোগ এনে হাজেদা বেগমের পক্ষে তাঁর ছেলে হাবিবুর রহমান নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি আব্দুল মতিনের ছেলে সোহানসহ ১১ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে অভিযুক্ত করেছেন।

মানববন্ধনে স্বতন্ত্র প্রার্থী মোছা হাজেদা বেগম বলেন, ‘নৌকার প্রার্থী মো. আব্দুল মতিন আমার জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছেন। তিনি আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন। গত মঙ্গলবার রাতে আমার পোস্টার পুড়িয়ে দিয়েছেন। আমি প্রশাসনের কাছে দাবি করছি যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাতে পারি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য আমি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।’

অপর দিকে এ ঘটনায় গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মতিন তাঁর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।

আব্দুল মতিন মাস্টার লিখিত বক্তব্যে বলেন, তাঁর বাবা ও তাঁর বড়ভাই ধারাবারিষা ইউপির চেয়ারম্যান ছিলেন। তিনি দুই মেয়াদে চেয়ারম্যান ও বর্তমানে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন। গভীর রাতে তাঁর প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী হাজেদা বেগমের ছেলে হাবিবের নেতৃত্বে নিজেদের পোস্টারে নিজেরা অগ্নিসংযোগ করে তাঁর নামে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন।

আব্দুল মতিন দাবি করেন, তাঁর পরিবারের কোনো সদস্য বা কর্মী-সমর্থকের ওই ঘটনায় সংশ্লিষ্টতা নেই। তাঁর জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। তিনি স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফেরদৌস আলম আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত