ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীসহ দুজনকে গুলি করে হত্যার মিশনে সরাসরি অংশগ্রহণকারী আশরাফুল ইসলাম রাব্বি গত বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাব্বি তাঁর জবানবন্দিতে গুলি-পিস্তল সংগ্রহ ও গুলি করে হত্যার দায় নজরুল ইসলামের ওপর চাপিয়েছেন। নজরুল নিহত এরশাদুল হক ও বাদল সরকার হত্যা মামলার ১ নম্বর আসামি। নজরুল পিস্তল পেলেন কোথায়, পিস্তলের সরবরাহকারী কে? এখনো তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে কেন? জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইন কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী আশরাফুল ইসলাম রাব্বির জবানবন্দি রেকর্ড করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আশরাফুল ইসলাম রাব্বি আদালতকে বলেন, ‘পূর্বপরিকল্পনা অনুযায়ী কয়েকটি ভাগে অবস্থান করছিলেন তাঁরা। তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় পরপর চারটি গুলি চালান মামলার প্রধান আসামি নজরুল। তিনিই হত্যায় ব্যবহৃত পিস্তল সংগ্রহ করেছিলেন।’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন গতকাল শুক্রবার বিকেলে বলেন, রাব্বির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যায় ব্যবহৃত হয়েছে ৭.৬৫ এমএম পিস্তল। রাব্বির সঙ্গে নজরুলের পূর্ব পরিচয় ছিল। একটি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এক মাস ধরে তিনি নজরুলের বাড়িতে আত্মগোপনে ছিলেন। এ সুবাদে তাঁরা এরশাদুলকে হত্যার পরিকল্পনা করেন। প্রধান আসামি নজরুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর রাতে খুন হন নাটঘর ইউপি চেয়ারম্যান প্রার্থী নান্দুরা গ্রামের এরশাদুল হক ও তাঁকে বহনকারী মোটরসাইকেলের চালক কুড়িঘর গ্রামের বাদল সরকার। এ ঘটনায় ১৮ ডিসেম্বর রাত ১২টার পর নিহত এরশাদুলের ভাই আক্তারুজ্জামান ১৫ জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা করেন। এর মধ্যে মামলার ৭ নম্বর আসামি কুড়িঘর গ্রামের সোহাগ মিয়াকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। এরপর শহরের কাজীপাড়ার আশরাফুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার ১৫ আসামির মধ্যে প্রথম ৪ জন নান্দুরা গ্রামের, ৯ জন কুড়িঘরের এবং ২ জন খড়িয়ালা গ্রামের।
এ ছাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কুড়িঘর গ্রামের সজীব চৌধুরী ওরফে শামীম আবদুল্লাহকে ৫ নম্বর, রফিকুল ইসলাম রতনকে ৮ নম্বর আসামি করা হয়। মামলার এজাহারে আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক ও গোষ্ঠীগত কারণে নানা বিরোধ চলার কথা বলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীসহ দুজনকে গুলি করে হত্যার মিশনে সরাসরি অংশগ্রহণকারী আশরাফুল ইসলাম রাব্বি গত বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাব্বি তাঁর জবানবন্দিতে গুলি-পিস্তল সংগ্রহ ও গুলি করে হত্যার দায় নজরুল ইসলামের ওপর চাপিয়েছেন। নজরুল নিহত এরশাদুল হক ও বাদল সরকার হত্যা মামলার ১ নম্বর আসামি। নজরুল পিস্তল পেলেন কোথায়, পিস্তলের সরবরাহকারী কে? এখনো তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে কেন? জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইন কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী আশরাফুল ইসলাম রাব্বির জবানবন্দি রেকর্ড করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আশরাফুল ইসলাম রাব্বি আদালতকে বলেন, ‘পূর্বপরিকল্পনা অনুযায়ী কয়েকটি ভাগে অবস্থান করছিলেন তাঁরা। তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় পরপর চারটি গুলি চালান মামলার প্রধান আসামি নজরুল। তিনিই হত্যায় ব্যবহৃত পিস্তল সংগ্রহ করেছিলেন।’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন গতকাল শুক্রবার বিকেলে বলেন, রাব্বির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যায় ব্যবহৃত হয়েছে ৭.৬৫ এমএম পিস্তল। রাব্বির সঙ্গে নজরুলের পূর্ব পরিচয় ছিল। একটি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এক মাস ধরে তিনি নজরুলের বাড়িতে আত্মগোপনে ছিলেন। এ সুবাদে তাঁরা এরশাদুলকে হত্যার পরিকল্পনা করেন। প্রধান আসামি নজরুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর রাতে খুন হন নাটঘর ইউপি চেয়ারম্যান প্রার্থী নান্দুরা গ্রামের এরশাদুল হক ও তাঁকে বহনকারী মোটরসাইকেলের চালক কুড়িঘর গ্রামের বাদল সরকার। এ ঘটনায় ১৮ ডিসেম্বর রাত ১২টার পর নিহত এরশাদুলের ভাই আক্তারুজ্জামান ১৫ জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা করেন। এর মধ্যে মামলার ৭ নম্বর আসামি কুড়িঘর গ্রামের সোহাগ মিয়াকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। এরপর শহরের কাজীপাড়ার আশরাফুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার ১৫ আসামির মধ্যে প্রথম ৪ জন নান্দুরা গ্রামের, ৯ জন কুড়িঘরের এবং ২ জন খড়িয়ালা গ্রামের।
এ ছাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কুড়িঘর গ্রামের সজীব চৌধুরী ওরফে শামীম আবদুল্লাহকে ৫ নম্বর, রফিকুল ইসলাম রতনকে ৮ নম্বর আসামি করা হয়। মামলার এজাহারে আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক ও গোষ্ঠীগত কারণে নানা বিরোধ চলার কথা বলা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪