Ajker Patrika

ভারতের ভরাডুবি র পেছনে ‘ক্লান্তি’

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫: ২২
ভারতের ভরাডুবি র পেছনে ‘ক্লান্তি’

বিশ্বকাপ শুরুর আগে ভারত যে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে, কারও হয়তো কল্পনায়ও ছিল না। ফেবারিটের তকমা নিয়েই বিশ্বকাপে আসেন বিরাট কোহলিরা। শুধু ফেবারিটেই তো শেষ নয়, শিরোপা জিততে পারে এমন দলের ছোট্ট তালিকায়ও ভারতের নাম ছিল। কিন্তু সময় এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, সেমিফাইনালে যাওয়াই কঠিন হয়ে পড়েছে কোহলিদের।

বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলেছেন ভারতীয় খেলোয়াড়েরা। বিশ্বকাপ দলে থাকা সব খেলোয়াড়ই ছিলেন সেখানে। তারপরও কেন এই শোচনীয় অবস্থা? ক্রিকেট বিশ্লেষকদের বিশ্লেষণে উঠে আসছে নানা কারণ। প্রশ্ন উঠছে, বিশ্বকাপের আগে আরব আমিরাতে আইপিএল খেলার সুবিধা কতটুকু কাজে লাগাতে পেরেছে ভারত?

আরব আমিরাত অংশে ব্যাটে-বলে আলো ছড়ানো বেশির ভাগই নেই ভারতের বিশ্বকাপ দলে। বিশ্বকাপে ওপেনিং নিয়ে রীতিমতো ধুঁকছে তারা। সেটা কতটা? পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পরই কিউইদের বিপক্ষে ওপেনিংয়ে রোহিত শর্মার জায়গায় নামেন ঈশান কিষান। অথচ আইপিএলে এই বাঁহাতি ব্যাটারের চেয়ে ওপেনিংয়ে বেশ উজ্জ্বলতা

ছড়িয়েও জায়গা পাননি চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় আর কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আইয়ার।

একই ব্যাপার ঘটেছে বোলিংয়েও। পাকিস্তানের বিপক্ষে কোনো উইকেটই ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। ভুবনেশ্বর-শামিরা রান বিলিয়েছেন অকাতরে। কিন্তু আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েও জায়গা মেলেনি হার্শাল প্যাটেলের।

প্রশ্নটা আরও ডালপালা মেলছে, টানা খেলার মধ্যে থাকায় কোহলিদের ক্লান্তি নিয়ে। জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে শুরু হয়ে এখনো বিশ্রাম পাননি কোহলি-রোহিতরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে পেসার জাসপ্রীত বুমরার কথায়ও সেই আঁচ পাওয়া গেছে, ‘পরিবার থেকে দূরে টানা বায়ো-বাবলে থাকা ক্লান্তির। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত