Ajker Patrika

৭ ইউপিতে লড়তে চান ৩৮ চেয়ারম্যান প্রার্থী

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ৪০
৭ ইউপিতে লড়তে চান ৩৮ চেয়ারম্যান প্রার্থী

বোরহানউদ্দিন উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭টি ইউপিতে ৩৮ চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ৭ ইউপিতে সাধারণ সদস্য পদে ৩১৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮১ জন মনোনয়নপত্র জমা দেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহর কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ আজকের পত্রিকাকে জানান, ৮ নম্বর পক্ষিয়া ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান নাগর হাওলাদার। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হুমাউন কবির, আবুল কালাম, কাঞ্চন, আলাউদ্দিন সরদার, কুলসুম ও জাতীয় পার্টি থেকে খোকন মনোনয়নপত্র জমা দেন।

৯ নম্বর বড়মানিকা ইউনিয়নে থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৩ নম্বর দেউলা ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা চেয়ে মনোনয়নপত্র জমা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাদা তালুকদার। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অলিউল্লাহ, ছালেহ উদ্দিন, মেহেদী হাসান শরিফ, আবু মুছা, এ কে এম আসাদুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে লোকমান মনোনয়নপত্র জমা দেন।

১০ নম্বর কুতুবা ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী কামাল, জাতীয় পার্টি থেকে ইমাম হোসেন মনোনয়নপত্র জমা দেন।

৭ নম্বর টগবী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে কামরুল আহসান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদার, মোহাম্মদ বেলায়েত হোসেন, মোহাম্মদ নূর হোসেন হাওলাদার, আবু বকর সিদ্দিক মনোনয়নপত্র জমা দেন।

৪ নম্বর কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে আব্দুর রব কাজী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শফিউল্লাহ, নূরে আলম নিরব মিয়া, শেখ সাদ, রুহুল আমিন, বাহালুল ইসলাম, মাইনুল আহসান শিকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ইয়াছিন মনোনয়নপত্র জমা দেন।

৬ নম্বর হাসান নগর ইউনিয়নে আওয়ামী লীগে থেকে মো. আবেদ, শিহান চৌধুরী, মানিক হাওলাদার, মো. নাঈম, মঞ্জুর চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আব্দুর রহিম মনোনয়নপত্র জমা দেন।

এ ছাড়া কুতুবা ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, পক্ষিয়া ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন, হাসান নগর ইউনিয়নে নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন, কাচিয়া ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন, টগবী ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন, দেউলা ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর, আপিল ও নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত