Ajker Patrika

তবুও এগিয়ে চলেছেন

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭: ০৪
তবুও এগিয়ে চলেছেন

একজনের দুই হাত নেই, অন্যজনের নেই দুই পা। তবুও অদম্য শক্তিতে এগিয়ে চলেছেন তারা। একজন ফুলপুরের ভাইটকান্দি গ্রামের মৃত মুক্তার হোসেনের প্রতিবন্ধী মেয়ে মরিয়ম। অন্যজন ময়মনসিংহের কেওয়াটখালী মড়লপাড়ার শামসউদ্দিন দুলালের ছেলে রুবেল পারভেজ। পরিশ্রম আর মেধায় পা দিয়ে লিখে প্রাথমিক সমাপনীতে ৪.৩৯ এবং জেএসসিতে ৪.৯৩ জিপিএ পায় মরিয়ম। আর দুই পা হারানো রুবেল কৃত্রিম পা নিয়েই নিজ চেষ্টায় স্বাবলম্বী।

মরিয়ম সিদ্দিকী জানায়, দুহাত ছাড়াই জন্মের পর ছয় মাস বয়সে হারাতে হয় বাবাকে। পরে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে একটি বাসায় কাজ করতেন মা। আর সে অন্যের সহযোগিতায় চলত।

মরিয়মের কথায়, ‘এক সময় ভিক্ষাবৃত্তি ছেড়ে স্কুলে ভর্তি হই। সবার সঙ্গেই পায়ের আঙুলের মাঝে কলম রেখে লিখতে কোনো সমস্যা হয় না। পা দিয়ে নিজেই খাবার খেতে পারি। কাপড়-চোপড়ও পরি। থালা-বাসন মাজা, কলের পানি তোলা, মোবাইল চালাতে সমস্যা হয় না।’

ফুলপুর মহিলা কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ শাহ তাফাজ্জল হোসেন বলেন, মরিয়ম অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছে। দুই হাত না থাকলেও সাহস আর মেধায় অন্যদের চেয়ে এগিয়ে সে। প্রতিষ্ঠান থেকে তাকে সব সহযোগিতা করা হচ্ছে।

এদিকে বিদ্যুতের শকে দুই পা হারানো রুবেল কৃত্রিম পা নিয়ে অন্য প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল হওয়ার সাহস জুগিয়ে যাচ্ছেন। ৩০ বছর আগে পা হারানো রুবেল নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি প্রতিবন্ধীদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে প্রতিষ্ঠা করেছেন নীড প্রতিবন্ধী একাডেমি।

রুবেল পারভেজ বলেন, ১৯৯০ সালে পাখির ছানা সংগ্রহ করতে গাছে ওঠেন। নামার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাণে বাঁচলেও কাটা পড়ে দুই পা।

পরে ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন নীড প্রতিবন্ধী একাডেমি। সেখানে ১৫৪ জন শিক্ষার্থী রয়েছে। তাদের বিনা খরচে পড়াশোনার পাশাপাশি সব সহযোগিতা করে যাচ্ছেন।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালিউল্লাহ বলেন, প্রতিবন্ধীদের ভাতা ও উপবৃত্তি দেওয়া হচ্ছে। এই টাকা যেন এদিক-সেদিক না হয় সে জন্য নিয়মিত তদারকি করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘প্রতিবন্ধী হয়েও অনেকে নিজ যোগ্যতায় আত্মনির্ভরশীল। রুবেল তাদের একজন। সে যেভাবে কাজ করছে, সত্যিই সেটা বড় পাওয়া। সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি তাদের সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত