Ajker Patrika

প্রচারে গিয়ে পিটুনির শিকার

সাঁথিয়া (পাবনা) ও লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ০৫
প্রচারে গিয়ে পিটুনির শিকার

পাবনার সাঁথিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর চার সমর্থককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নন্দনপুর ইউনিয়নে রাঙ্গামাটি গ্রামের বটা দাসের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে নাটোরের লালপুরের ঈশ্বরদী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সাঁথিয়ার ঘটনায় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে নন্দনপুর ইউপির নৌকার চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম লিটন মোল্লার সমর্থকেরা মোটরসাইকেলে করে রাঙ্গামাটি গ্রামে নির্বাচনী প্রচার চালাতে যান। গ্রামের বটা দাসের ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁদের মারধরসহ মোটরসাইকেল ভাঙচুর করে। তাঁদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে গিলে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলায় আহত চারজন হলেন মাইদুল ইসলাম (৩৫), তানজিরুল ইসলাম তন্ময় (২৮), লীমন হোসেন (২৮) ও রুহুল আমিন (২৭)। তাঁদের উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তানজিরুল বলেন, ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে ১০/১৫ জনের একটি দল তাঁদের ওপর অতর্কিতে এ হামলা চালায়। তাঁদের রড দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়।

তবে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক লিপলু বলেন, তিনি নির্বাচনী কাজে ভোরে পাবনা গিয়েছিলেন। সেখান থেকে এসে শুনেছেন যে কে বা কারা ওই এ হামলা করেছে।

নৌকার প্রার্থী রবিউল ইসলাম লিটন মোল্লা বলেন, তিনি হামলার এ ঘটনা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, হামলার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ভাঙচুর করা একটি বাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে লালপুরের ঈশ্বরদী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আজিজ রঞ্জু। তিনি বলেন, তাঁর ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারের মাইক গত বুধবার দুপুরে বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী মো. আমিনুল ইসলাম জয়ের কর্মী-সমর্থকেরা লক্ষ্মীপুর থেকে ফিরিয়ে দেন। বিকেলে আরেকটি প্রচার মাইক পুরাতন ঈশ্বরদী থেকে লক্ষ্মীপুর আসার পথে গৌরীপুর কেন্দ্রীয় মসজিদের সামনে রাস্তায় কয়েকজন সমর্থক পথ রোধ করে মাইকের তার ছিঁড়ে ফেলেন। তাঁর ছোট ভাই রাকিবুল ইসলামকে চড়-থাপ্পড় মারেন।

জানিতে চাইলে নৌকার প্রার্থী আমিনুল ইসলাম জয় বলেন, কারা এ ধরনের কাজ করেছেন, এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছেন তিনি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানিয়েছেন।

লালপুর থানার ওসি মো. ফজলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি বলেন, নির্বাচনী আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শাম্মী আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনসহ অপরাধ সংক্রান্ত অভিযোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত