বাবলু মোস্তাফিজ, ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার ভেড়ামারার ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আজ। সকাল ৮টা থেকে হয়ে ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলবে। দ্বিতীয় ধাপে হতে যাওয়া এই ইউপি নির্বাচন উপলক্ষে এলাকার রাস্তা-ঘাট, হাটবাজার ও অলিগলি ছেয়ে গেছে পোস্টারে।
নির্বাচন ঘিরে গতকাল বুধবার সারা দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মাঠে থাকবে দুই প্লাটুন বোর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।
ভেড়ামারার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ২৪ জন। কিন্তু ভোটের মাঠে আলোচনা হচ্ছে আওয়ামীর লীগ, জাসদ ও স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও রয়েছেন এই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। ভোটার ও সংশ্লিষ্টরা ধারণা করছেন, নির্বাচনে তিন ইউনিয়নে ত্রিমুখী লড়াই হবে। বাকি তিনটিতে আওয়ামী লীগ ও জাসদের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে শেষ হাসি কে হাসবেন সেটাই এখন দেখার পালা।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়নে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (মশাল) আব্দুল হাফিজ তপন বর্তমান চেয়ারম্যান। তার সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের বুলবুল কবির (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জানবার হোসেন। এখানে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা। অতি ঝুঁকিপূর্ণের তালিকায় থাকা ইউনিয়নটিতে কেন্দ্রের সংখ্যা ৯টি। ভোটার ১৪ হাজার ৪৫৭ জন।
বাহাদুরপুর ইউনিয়নে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (মশাল) আসিকুর রহমান ছবি বর্তমান চেয়ারম্যান। তার সঙ্গে লড়ছেন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা পবন। এই ইউনিয়নটিও অতি ঝুঁকিপূর্ণ। এখানে হুমকি-ধমকির অভিযোগ রয়েছে। বিশৃঙ্খলার হতে পারে আশঙ্কা ভোটারদের। তবে এখানে প্রশাসনের নজর থাকবে সবচেয়ে বেশি।
ধরমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) সাহাবুল আলম লালু বর্তমান চেয়ারম্যান। তার সঙ্গে লড়ছেন জাসদ মনোনীত প্রার্থী আইয়ুব আলী (মশাল) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সামসুল হক (আনারস)। এখানে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটি অতি ঝুঁকিপূর্ণ ইউনিয়নের তালিকায় রয়েছে। মঙ্গলবার রাতে আনারস মার্কার তিনটি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।
জুনিয়রসহ ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা) শাহেদ আহমেদ শওকত বর্তমান চেয়ারম্যান। তার সঙ্গে লড়ছেন জাসদ মনোনীত প্রার্থী শাহাজাহান আলী (মশাল) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান হাসান (আনারস। এখানেও ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
বাহিরচর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) বর্তমান চেয়ারম্যান মোছা. রওশন আরা। তার সঙ্গে লড়ছেন জাসদের প্রার্থী আবু হাসান আবু (মশাল) ও জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থী রোকনুজ্জামান রোকন (আনারস)। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ ও জাসদের মনোনীত প্রার্থীর মধ্যে।
মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ। তার সঙ্গে লড়ছেন জাসদের প্রার্থী সাবেক চেয়ারম্যান বেনজির আহম্মেদ বেনু (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী বুলবুল আবু সাইদ শামিম (আনারস)। এখানে আওয়ামী লীগ ও জাসদের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৪৬ হাজার ৬৩ জন। ৬ ইউনিয়নে নির্বাচনে ৬০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। কিন্তু ৬০টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ তিন ইউনিয়নের সব কেন্দ্রই।
এদিকে ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ভোটাররা চাচ্ছেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারেন তেমন একটা সুষ্ঠু পরিবেশ।
নিরাপত্তার বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, কয়েকটি স্তরে পুলিশের টিম প্রতিটি কেন্দ্রে প্রস্তুত রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ জন। দুই প্লাটুন বিজিবির সদস্যের দুইটি টিম নির্বাচনের মাঠে থাকবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারার ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আজ। সকাল ৮টা থেকে হয়ে ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলবে। দ্বিতীয় ধাপে হতে যাওয়া এই ইউপি নির্বাচন উপলক্ষে এলাকার রাস্তা-ঘাট, হাটবাজার ও অলিগলি ছেয়ে গেছে পোস্টারে।
নির্বাচন ঘিরে গতকাল বুধবার সারা দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মাঠে থাকবে দুই প্লাটুন বোর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।
ভেড়ামারার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ২৪ জন। কিন্তু ভোটের মাঠে আলোচনা হচ্ছে আওয়ামীর লীগ, জাসদ ও স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও রয়েছেন এই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। ভোটার ও সংশ্লিষ্টরা ধারণা করছেন, নির্বাচনে তিন ইউনিয়নে ত্রিমুখী লড়াই হবে। বাকি তিনটিতে আওয়ামী লীগ ও জাসদের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে শেষ হাসি কে হাসবেন সেটাই এখন দেখার পালা।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়নে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (মশাল) আব্দুল হাফিজ তপন বর্তমান চেয়ারম্যান। তার সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের বুলবুল কবির (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জানবার হোসেন। এখানে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা। অতি ঝুঁকিপূর্ণের তালিকায় থাকা ইউনিয়নটিতে কেন্দ্রের সংখ্যা ৯টি। ভোটার ১৪ হাজার ৪৫৭ জন।
বাহাদুরপুর ইউনিয়নে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (মশাল) আসিকুর রহমান ছবি বর্তমান চেয়ারম্যান। তার সঙ্গে লড়ছেন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা পবন। এই ইউনিয়নটিও অতি ঝুঁকিপূর্ণ। এখানে হুমকি-ধমকির অভিযোগ রয়েছে। বিশৃঙ্খলার হতে পারে আশঙ্কা ভোটারদের। তবে এখানে প্রশাসনের নজর থাকবে সবচেয়ে বেশি।
ধরমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) সাহাবুল আলম লালু বর্তমান চেয়ারম্যান। তার সঙ্গে লড়ছেন জাসদ মনোনীত প্রার্থী আইয়ুব আলী (মশাল) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সামসুল হক (আনারস)। এখানে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটি অতি ঝুঁকিপূর্ণ ইউনিয়নের তালিকায় রয়েছে। মঙ্গলবার রাতে আনারস মার্কার তিনটি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।
জুনিয়রসহ ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা) শাহেদ আহমেদ শওকত বর্তমান চেয়ারম্যান। তার সঙ্গে লড়ছেন জাসদ মনোনীত প্রার্থী শাহাজাহান আলী (মশাল) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান হাসান (আনারস। এখানেও ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
বাহিরচর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) বর্তমান চেয়ারম্যান মোছা. রওশন আরা। তার সঙ্গে লড়ছেন জাসদের প্রার্থী আবু হাসান আবু (মশাল) ও জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থী রোকনুজ্জামান রোকন (আনারস)। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ ও জাসদের মনোনীত প্রার্থীর মধ্যে।
মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ। তার সঙ্গে লড়ছেন জাসদের প্রার্থী সাবেক চেয়ারম্যান বেনজির আহম্মেদ বেনু (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী বুলবুল আবু সাইদ শামিম (আনারস)। এখানে আওয়ামী লীগ ও জাসদের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৪৬ হাজার ৬৩ জন। ৬ ইউনিয়নে নির্বাচনে ৬০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। কিন্তু ৬০টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ তিন ইউনিয়নের সব কেন্দ্রই।
এদিকে ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ভোটাররা চাচ্ছেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারেন তেমন একটা সুষ্ঠু পরিবেশ।
নিরাপত্তার বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, কয়েকটি স্তরে পুলিশের টিম প্রতিটি কেন্দ্রে প্রস্তুত রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ জন। দুই প্লাটুন বিজিবির সদস্যের দুইটি টিম নির্বাচনের মাঠে থাকবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪