Ajker Patrika

ভাঙা সেতু, নেই রেলিং

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৬
ভাঙা সেতু, নেই রেলিং

চট্টগ্রামের ফটিকছড়ির শান্তিরহাট-তারাখোঁ সড়কের গজারিয়া খালের ওপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নেই রেলিং। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা।

কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই। অর্থ বরাদ্দ পেলেই সেতুটি সংস্কার অথবা পুনর্নির্মাণ করা হবে।

জানা গেছে, ১৯৫৭ সালে গজারিয়া খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. তৌহিদুল আলম বলেন, ‘সেতুটিতে গত তিন মাসে ছোট-বড় একাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।’

সাদীনগর গ্রামের বাসিন্দা মো. আরমান বলেন, ‘সেতুটি ভাঙা এবং সরু হওয়ায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তিনি আরও বলেন, রাতে দুর্ঘটনা বেশি হয়।’

কলেজের শিক্ষার্থী মো. তারেকুল ইসলাম, শিক্ষক মো. শামীমুল হাসান এবং সার্ভেয়ার মুহাম্মদ রাশেদ সুজন বলেন, ‘সেতুটি একদিকে ভাঙা। আবার উভয় পাশে কোনো রেলিং নেই। এতে দুর্ঘটনা বেশি ঘটে। গত জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কলেজের একাধিক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছেন।’

সিএনজিচালিত অটোরিকশাচালক মো. আলাউদ্দিন বলেন, সেতুটিতে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। কারণ সেতুটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি অবিলম্বে সেতুটি পুনর্নির্মাণের দাবি জানান।

স্থানীয় আল ফজল মুনিরী গাউছুল আজম তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘সেতুটি ভাঙা। তাই আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকে।’

দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জানে আলম বলেন, ‘সেতুটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। এতে যাত্রী ও জনসাধারণের চলাচলের পথ সুগম ও উপকৃত হবে।’

উপজেলা সহকারী প্রকৌশলী আবদুস সালাম বলেন, ‘সেতুটি সংস্কারের জন্য অর্থ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি দিয়েছি। বরাদ্দ পেলেই সেতুটি সংস্কার অথবা পুনর্নির্মাণ করা হবে।’

একই কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান। তিনি বলেন, ‘সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত