Ajker Patrika

দুই মাসেও ক্ষতিপূরণ পায়নি হতাহতদের পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৫
দুই মাসেও ক্ষতিপূরণ পায়নি হতাহতদের পরিবার

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের জন্য দায়ী চার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তি এবং হতাহত ব্যক্তিদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। এ দাবি জানিয়েছে পরিবেশ ও নাগরিক অধিকারবিষয়ক ১২টি স্বেচ্ছাসেবী সংগঠন।

দুর্ঘটনার দুই মাস (৬০ দিন) পূর্তিতে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ দাবি জানান। ১২টি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বিবৃতিতে সই করেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত আধুনিক নৌ যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠায় নৌ-দুর্ঘটনা প্রতিরোধ অপরিহার্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কোনো দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি না হলে ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। দুর্ঘটনার পর গঠিত সরকারি-বেসরকারি একাধিক তদন্ত কমিটির প্রতিবেদনে মালিক, মাস্টার, চালকসহ ১২ জনকে দায়ী করা হয়েছে। যাঁদের মধ্যে চারজন সরকারি কর্মকর্তা রয়েছেন। তাঁরা হলেন, এমভি অভিযান-১০ লঞ্চের ফিটনেস পরীক্ষাকারী কর্মকর্তা নৌপরিবহন অধিদপ্তরের সদরঘাট কার্যালয়ের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মো. মাহবুবুর রশীদ ও পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান এবং বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) জয়নুল আবেদিন ও পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা। অথচ দুর্ঘটনার দুই মাসেও দায়ী সরকারি কর্মকর্তারা বিচারের আওতায় আসেননি। এ ছাড়া অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিদের পরিবার আজও কোনো ক্ষতিপূরণ পায়নি।

গত বছরের ২৩ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে অর্ধশতাধিক মানুষ নিহত ও অর্ধশত মানুষ নিখোঁজ হন। গুরুতর দগ্ধ হন ৭২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত