Ajker Patrika

যে সিনেমাটা হলো না

সম্পাদকীয়
যে সিনেমাটা হলো না

১৯৫৯ সালে এমার ফিল্মস একটি ছবি প্রযোজনার কাজে হাত দিয়েছিল। সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাংবাদিক জহুর হোসেন চৌধুরী ছবির সংগীত পরিচালনার দায়িত্ব দেন আবদুল আহাদকে। ছবিটির পরিচালক ছিলেন এ জে কারদার। ছবির কাহিনি আর গানগুলো লিখেছিলেন স্বনামধন্য সাহিত্যিক ফয়েজ আহমেদ ফয়েজ।

ছবিটির ইংরেজিতে নাম ছিল ‘অব হিউম্যান হ্যাপিনেস’। পরে উর্দু নাম দেওয়া হয় ‘দূর হ্যায় সুখ কি গাঁও’। ছবিটির কাহিনি শুনে আবদুল আহাদ বুঝেছিলেন, এটা কোনো গতানুগতিক ছবি হবে না।

হবে নিরীক্ষাধর্মী ছবি। নিরীক্ষাধর্মী ছবির মতো করেই গানগুলোয় সুর করবেন বলে ভাবলেন আবদুল আহাদ। গানে নানাভাবে থাকবে সরোদের ব্যবহার। হারমোনিয়াম আর বেহালাও থাকবে কিছুটা। পুরুষকণ্ঠের গানে দুর্লভ একটি স্প্যানিশ পল্লিগীতির আদলে একটি সুর তৈরি করেছিলেন তিনি।

সে সময় নূরজাহান আর সেলিম রেজা ছিলেন খুবই জনপ্রিয়। ছবির গানগুলো তাঁরাই গাইবেন বলে ঠিক হলো। বাহাদুর হোসেন খানকে সহকারী হিসেবে নিয়েছিলেন আবদুল আহাদ।

যথাসময়ে লাহোরে গেলেন গান রেকর্ডিংয়ের জন্য। হোটেল ফ্যালোটিতে উঠেছিলেন তাঁরা। সেলিম রেজা হোটেলে এসে গান উঠিয়ে নিয়ে গেলেন। নূরজাহানের বাড়িতে গিয়ে গানটি শেখানো হলো। আবদুল আহাদের সঙ্গে কয়েকবার গাইলেন নূরজাহান। গানটি তাঁর খুব পছন্দ হলো।

পরদিন রেকর্ডিং হয়ে গেল। এবার ঢাকায় ফেরার পালা। এ জে কারদার এসে আবদুল আহাদকে জড়িয়ে ধরে বললেন, ‘তুমি এমন রেকর্ড করেছ যে ভয় হচ্ছে আমি এ গান ঠিকমতো চিত্রায়িত করতে পারব কি না।’ আবদুল আহাদ বললেন, ‘পুরো ছবিই তো এক্সপেরিমেন্টাল। তাই চেষ্টা করেছি, গতানুগতিকতা থেকে বেরিয়ে আসতে।’

কারদার বললেন, ‘আমি কিন্তু হেরে গেলাম তোমার কাছে।’

ছবিটি অবশ্য শেষ হয়নি। ছবির একেবারে শেষের দিকে প্রযোজকের সঙ্গে এ জে কারদারের মনোমালিন্য হয় ওয়ার্ল্ড রাইট নিয়ে। তাতেই ছবি বন্ধ হয়ে যায়।

সূত্র: আবদুল আহাদ, আসা যাওয়ার পথের ধারে, পৃষ্ঠা ১৫৭-১৫৯

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত