Ajker Patrika

সৌদি আরবে উচ্চশিক্ষা: কিংস ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপ

সৌদি আরবে উচ্চশিক্ষা: কিংস ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপ

কিংস ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস সৌদি আরবের দাহরানে অবস্থিত দেশটির অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্বমানের বিজ্ঞানভিত্তিক বিষয়, ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট প্রোগ্রামের জন্য এর বিশেষ খ্যাতি রয়েছে। দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে পড়াশোনা ও গবেষণার কাজ সহজ করতে বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর স্কলারশিপ দিয়ে থাকে। এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা কোনো খরচ ছাড়াই মাস্টার্স, এমবিএ ও পিএইচডি ডিগ্রিতে পড়াশোনা করতে পারবেন। 

বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য নানা ধরনের গবেষণামূলক প্রজেক্টের ব্যবস্থা করে থাকে। এখানে আপনি এমআইটি, ক্যালটেক, জর্জিয়াটেক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সঙ্গে পার্টনারশিপে নানা ধরনের রিসার্চ প্রজেক্টে গবেষণা করার সুযোগ পাবেন। এ ছাড়া শিক্ষার্থীদের বিশ্বের বৃহত্তম তেল ও পেট্রোলিয়াম কোম্পানি সৌদি এরামকো এবং সাবিকের সঙ্গে কোলাবরেশনে কাজ ও রিসার্চ করার সুযোগ দেওয়া হয়ে থাকে। 

যেসব বিষয়ে পড়তে পারবেন মাস্টার্স:

তাত্ত্বিক পরিসংখ্যান; অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং; কম্পিউটার নেটওয়ার্ক এনভায়রনমেন্টাল সায়েন্স;  
জিওফিজিকস; লাইফ সায়েন্স 
টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং,
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং;
ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং। 
মাস্টার্স ও পিএইচডি: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং; কেমিস্ট্রি ; ফিজিকস; 
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং; ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং; 
জিওলজি; ইন্ডাস্ট্রিয়াল ও সিস্টেম ইঞ্জিনিয়ারিং; মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং; পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং; ম্যাথমেটিকাল সায়েন্স। 

আবেদনের যোগ্যতা মাস্টার্স:

  • মাস্টার্সচার বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে 
  • জিপিএ ৩.০০ কিংবা এর বেশি থাকতে হবে 
    পিএইচডি:
  • চার বছরের স্নাতকের পর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে 
  • স্নাতক ও মাস্টার্স উভয়েই ন্যূনতম জিপিএ 
  • ৩.০০ থাকা লাগবে। 
    এমবিএ:
  • স্নাতক ডিগ্রি থাকতে হবে 
  • ন্যূনতম জিপিএ ৩.০০ 
  • একটি কোর্স প্রোগ্রামিং, ডেটা প্রোসেসিং অন্যান্য আনুষঙ্গিক বিষয় থাকায় কম্পিউটার স্কিল থাকতে হবে 
  • কলেজ লেভেলে যেকোনো কোর্সে ক্যালকুলাস থাকা লাগবে।
  • এক বছরের ফুলটাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে 
  • জিম্যাট 

সুযোগ-সুবিধা 
টিউশন ফি, ফ্রি অ্যাপ্লিকেশন, মাসিক হাতখরচ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, ফ্রি টেক্স বুক, এয়ার টিকিট, খাবার, ব্যবস্থা, ফার্নিচার ও 
এয়ারকন্ডিশনসহ বাসার ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের খরচে বিভিন্ন প্রজেক্টে অংশগ্রহণ করার সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির জন্য রিসার্চ কাজ ও বই লেখার সুযোগ রয়েছে। 

টিউশন ফি, মাসিক হাতখরচ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাসহ বিশ্ববিদ্যালয়ের খরচে বিভিন্ন প্রজেক্টে অংশগ্রহণ করার সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির জন্য রিসার্চ কাজ ও বই লেখার সুযোগ রয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র 

  • সব কাগজপত্র পিডিএফ ফরম্যাটে দিতে হবে এবং একটি ফাইল দুই এমবির বেশি হতে পারবে না।

জাতীয় পরিচয়পত্র 

  • সব ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট 
  •  তিনটি রেকমেন্ডশন লেটার 
  • রিসার্চ প্রপোজাল 
  • স্টেটমেন্ট অব পারপোস
  • সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য জিআরই 
  • টোফেল বা আইইএলটিএস স্কোর
  • সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজের ছবি
  • পড়াশোনা ও কর্ম অভিজ্ঞতা উল্লেখ করা সিভি 

আবেদনের প্রক্রিয়া 

  • সব আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। 
  • ওয়েব পোর্টালে গিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে।
  • অ্যাপ্লিকেশন ফরম পূরণ ও সব ডকুমেন্টস আপলোড করে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর, ২০২২ 
অফিশিয়াল ওয়েবসাইট: http://www.kfupm.
edu.sa/deanships/dgs/Pages/en/Full-MS-PhD-
Scholarships-Opportunity.aspx

অনুবাদ: সাদিয়া আফরিন হীরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত