ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে আন্দোলন করছেন স্থানীয় নেতা-কর্মীরা। নৈতিক স্খলন, দলে অনুপ্রবেশকারী, এমন অভিযোগ এনে তাঁদের পরিবর্তনের দাবি তোলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এসব প্রার্থী বহাল থাকলে নৌকার ভরাডুবি হবে।
তবে দলের শৃঙ্খলা ফেরাতে মনোনয়ন বোর্ড সঠিক প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বলে মনে করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে বিষয়টি ভেবে দেখার কথাও বলেছেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট হবে ময়মনসিংহের ফুলবাড়িয়া, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায়। এ ছাড়া ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ভোট হবে ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং মুক্তাগাছা উপজেলায়। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থীও চূড়ান্ত হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, নৌকার মনোনীতরা মাঠে সরব থাকলেও অনেকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তাঁদের প্রার্থিতা পরিবর্তনে আন্দোলন করে যাচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়ারেছ উদ্দিন সুমনের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ আন্দোলন অব্যাহত রয়েছে। তাঁর পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে শিমুলতলী বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু তালেব, উপজেলা যুবলীগ নেতা শরিফুল আলম শরিফ, ইউনিয়ন যুবলীগ নেতা সজীব আহসান সোহেল প্রমুখ।
এ বিষয়ে ধুরাইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়ারেছ উদ্দিন সুমন বলেন, ‘ব্যক্তিগত বিষয়কে একটি পক্ষ নির্বাচনের মাঠে ব্যবহার করছে। এতে সুনাম ক্ষুণ্নের পাশাপাশি ভোট কমার আশঙ্কা রয়েছে। সৃষ্টি হচ্ছে উত্তেজনার।’
অপরদিকে দলে অনুপ্রবেশকারীর অভিযোগ এনে অষ্টধার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক আরমানের পরিবর্তন দাবি করা হয়েছে। এ দাবিতে সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক সরকার, মজিবর রহমান তারা সরকার প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে দলে অনুপ্রবেশকারী অল্প বয়স্ক এক যুবককে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি তৃণমূলের নেতা–কর্মীদের অপমানের শামিল।
বক্তারা বলেন, ‘আমরা আজীবন নৌকা মার্কায় ভোট দিয়েছি। এবারও নৌকা মার্কায় ভোট দিতে চাই। তবে যোগ্য ব্যক্তিকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হোক।’
জানতে চাইলে অষ্টধার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক আরমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। অষ্টধারে আওয়ামী লীগের অবস্থা ভালো নয় বিধায় আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি শহরে বড় হয়ে মনোনয়ন পাওয়ায় স্থানীয় লোকজন আন্দোলন করছে, সেটা কোনো বিষয় না।’
অন্যদিকে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এসএম শামসুল হক ও পরাণগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনূস আলীর পরিবর্তন চাওয়া হয়েছে স্থানীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে। এ দাবিতে নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন স্থানীয় নেতা-কর্মীরা।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম বলেন, ‘আওয়ামী লীগ দলটা অনেক এলোমেলো অবস্থায় রয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে দল গোছানোর জন্য মনোনয়ন বোর্ড ভেবেচিন্তে সঠিক লোককেই মনোনয়ন দিচ্ছে।’
তবে মনোনয়ন পাওয়া কারও বিরুদ্ধে যদি গুরুতর কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে কেন্দ্রে অবহিত করা হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘কেউ নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা করবে না, এটাই আশা করব।’
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে আন্দোলন করছেন স্থানীয় নেতা-কর্মীরা। নৈতিক স্খলন, দলে অনুপ্রবেশকারী, এমন অভিযোগ এনে তাঁদের পরিবর্তনের দাবি তোলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এসব প্রার্থী বহাল থাকলে নৌকার ভরাডুবি হবে।
তবে দলের শৃঙ্খলা ফেরাতে মনোনয়ন বোর্ড সঠিক প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বলে মনে করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে বিষয়টি ভেবে দেখার কথাও বলেছেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট হবে ময়মনসিংহের ফুলবাড়িয়া, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায়। এ ছাড়া ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ভোট হবে ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং মুক্তাগাছা উপজেলায়। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থীও চূড়ান্ত হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, নৌকার মনোনীতরা মাঠে সরব থাকলেও অনেকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তাঁদের প্রার্থিতা পরিবর্তনে আন্দোলন করে যাচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়ারেছ উদ্দিন সুমনের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ আন্দোলন অব্যাহত রয়েছে। তাঁর পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে শিমুলতলী বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু তালেব, উপজেলা যুবলীগ নেতা শরিফুল আলম শরিফ, ইউনিয়ন যুবলীগ নেতা সজীব আহসান সোহেল প্রমুখ।
এ বিষয়ে ধুরাইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়ারেছ উদ্দিন সুমন বলেন, ‘ব্যক্তিগত বিষয়কে একটি পক্ষ নির্বাচনের মাঠে ব্যবহার করছে। এতে সুনাম ক্ষুণ্নের পাশাপাশি ভোট কমার আশঙ্কা রয়েছে। সৃষ্টি হচ্ছে উত্তেজনার।’
অপরদিকে দলে অনুপ্রবেশকারীর অভিযোগ এনে অষ্টধার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক আরমানের পরিবর্তন দাবি করা হয়েছে। এ দাবিতে সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক সরকার, মজিবর রহমান তারা সরকার প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে দলে অনুপ্রবেশকারী অল্প বয়স্ক এক যুবককে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি তৃণমূলের নেতা–কর্মীদের অপমানের শামিল।
বক্তারা বলেন, ‘আমরা আজীবন নৌকা মার্কায় ভোট দিয়েছি। এবারও নৌকা মার্কায় ভোট দিতে চাই। তবে যোগ্য ব্যক্তিকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হোক।’
জানতে চাইলে অষ্টধার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক আরমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। অষ্টধারে আওয়ামী লীগের অবস্থা ভালো নয় বিধায় আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি শহরে বড় হয়ে মনোনয়ন পাওয়ায় স্থানীয় লোকজন আন্দোলন করছে, সেটা কোনো বিষয় না।’
অন্যদিকে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এসএম শামসুল হক ও পরাণগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনূস আলীর পরিবর্তন চাওয়া হয়েছে স্থানীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে। এ দাবিতে নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন স্থানীয় নেতা-কর্মীরা।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম বলেন, ‘আওয়ামী লীগ দলটা অনেক এলোমেলো অবস্থায় রয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে দল গোছানোর জন্য মনোনয়ন বোর্ড ভেবেচিন্তে সঠিক লোককেই মনোনয়ন দিচ্ছে।’
তবে মনোনয়ন পাওয়া কারও বিরুদ্ধে যদি গুরুতর কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে কেন্দ্রে অবহিত করা হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘কেউ নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা করবে না, এটাই আশা করব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫