Ajker Patrika

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭: ১৩
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

বাগেরহাটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার শিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা হয়। সভায় অভিভাবক, স্কুল পরিচালনা কমিটির সদস্য, স্কুল কর্তৃপক্ষ, স্কুলশিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুমানা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার। এ ছাড়া সনাক, বাগেরহাটের সভাপতি অধ্যাপক চৌধুরী আব্দুর রব, সদস্য ফিরোজা নাসরিন ডলি, সনাকের শিক্ষাবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সইফ উদ্দিন আহমদ, সদস্য মো. দেলদার হোসেন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য শেখ ইমরুল হোসেন মিন্টুসহ অভিভাবকেরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে প্রথম কাজ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং লেখাপড়া চালিয়ে যাওয়া। এ জন্য কোমলমতি শিশুদের স্বাস্থ্য সচেতন হতে হবে এবং লেখাপড়ার প্রতি নজর দিতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, এসএমসি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত