Ajker Patrika

মধ্যরাতে নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২: ০৩
মধ্যরাতে নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের লৌহজংয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম সাগর ফকিরের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কলমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শেষে সুযোগ বুঝে একদল দুর্বৃত্ত সেখানে এসে ক্যাম্পটিতে অগ্নিসংযোগ করে। এ সময় দুর্বৃত্তের দেওয়া আগুনে ক্যাম্পে থাকা চেয়ার-টেবিল, পোস্টার-ফেস্টুনসহ পুড়ে যায় বাঁশের তৈরি নৌকা প্রতিকৃতি।

নৌকার প্রার্থী আমিনুল ইসলাম সাগর ফকির বলেন, ‘নৌকার গণজোয়ার দেখে প্রতিপক্ষের প্রার্থী শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়। সেই লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী মোতালেব শেখের নির্দেশে আমার ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

তবে অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করে স্বতন্ত্র আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মোতালেব শেখ বলেন, ‘আমাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার মিথ্যা ষড়যন্ত্র করছে নৌকার প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা। এই অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে আমি এবং আমার কর্মী সমর্থকেরা কেউই জড়িত নয়। তাঁরা নিজেরাই এমন ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছেন। আমি চাই বিষয়টি তদন্তের মাধ্যমে আসল কারণ বের হয়ে আসুক। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সাজা দেওয়া হোক।’

এদিকে এই ঘটনার পর ইউনিয়নটির এলাকাজুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতা এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ঘটনা তদন্ত কর্মকর্তা লৌহজং থানার এসআই শাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত