Ajker Patrika

ভোট কেনার চেষ্টার অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৬: ৫০
ভোট কেনার চেষ্টার অভিযোগ

আগামীকাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে বরিশালের আগৈলঝাড়ায় ক্রমেই বেড়ে চলেছে উত্তাপ। রাতের আঁধারে টাকার বিনিময়ে ভোট কিনতে গিয়ে ধরা পড়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিয়োগেরও দাবি জানিয়েছেন প্রার্থীরা।

উপজেলার রাজিহার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভ্যানগাড়ি মার্কার মেম্বর প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেম্বর সঞ্জয় রায় এর পক্ষে সোমবার রাত সাড়ে দশটার দিকে টাকার বিনিময়ে মালোকাঠী এলাকায় গোপাল মধুর বাড়িতে ভোট কিনতে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই সময় ভোট কিনতে যাওয়া লোকদের অবরুদ্ধ করে রাখে গ্রামবাসী। এ সময় জনরোষ থেকে তাদের ছাড়িয়ে নিতে আসেন মেম্বর প্রার্থী সঞ্জয় রায়।

সঞ্জয়ের সঙ্গে থাকা সুশান্ত বালা এ সময় উস্কানীমুলক বক্তব্য দিলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন আগামীকাল সকালে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার নির্দেশ দিয়েছেন।

ভ্যানগাড়ি মার্কার মেম্বর প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেম্বর সঞ্জয় রায় এ ব্যাপারে বলেন, ‘টাকার বিনিময়ে আমার কোনো সমর্থক কারও কাছে ভোট চায়নি। জন সমর্থন দেখে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

উপজেলার বাগধা ইউনিয়নের ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে মোরগ মার্কার মেম্বর প্রার্থী আব্দুর রহিম বক্তিয়ার গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে উত্তর চাঁদত্রিশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন। সাধারণ ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠ ভোটের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন জানান তিনি।

একইভাবে উল্লেখিত কেন্দ্রটিকে ঝুঁকিপূর্ণ দাবি করে সুষ্ঠু ভোটের জন্য অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগের দাবি জানিয়েছে ওই ওয়ার্ডের আরেক প্রার্থী শাহ আলম বক্তিয়ার।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সহিদুল্লাহ বলেন, বিভিন্ন প্রার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অফিসের লোক পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত