Ajker Patrika

স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে এমপিকে সংবর্ধনা

ফরিদপুর সংবাদদাতা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৫: ২১
স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে এমপিকে সংবর্ধনা

ফরিদপুরের নগরকান্দায় স্কুলের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরকান্দা মহেন্দ্র নারায়ণ একাডেমির মাঠে ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

জানা যায়, নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত মহেন্দ্র নারায়ণ একাডেমির বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। গতকাল বুধবার বেলা  দেড়টায় অষ্টম শ্রেণির বাংলা পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু নবনির্বাচিত সংসদ সদস্যকে ওই স্কুলের মাঠে বিকেলে সংবর্ধনার আয়োজন করায় ওই পরীক্ষা স্থগিত করা হয়।

নগরকান্দা মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুর সংবর্ধনা অনুষ্ঠানের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা  দেড়টায় অষ্টম শ্রেণির বাংলা পরীক্ষা হবে। তিনি আরও বলেন, একজন সম্মানী মানুষকে সংবর্ধনা দেওয়া হবে স্কুলের মাঠে এ কারণে পরীক্ষা স্থগিত করা হয়। তবে এতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। এভাবে হঠাৎ করে পরীক্ষা স্থগিত রাখা যায় কি না এ প্রসঙ্গে তিনি বলেন, বার্ষিক পরীক্ষা স্থগিত রাখা যায়। কারণ, স্কুল তার মতো করে বার্ষিক পরীক্ষা নিয়ে থাকে।

নগরকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। চলমান পরীক্ষা স্থগিত করে স্কুলের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা কতটা বিধিসম্মত জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। সব বিষয় সম্পর্কে আমি অবগত নই। ব্যস্ত আছি, পরে কথা বলব।’

ফরিদপুর জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কী কারণে পরীক্ষা বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।’

এদিকে মহেন্দ্র নারায়ণ একাডেমির মাঠে বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সোবহান মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহসভাপতি মারুফ হোসেন বকুল, কাইমুদ্দিন মণ্ডল, কাজী আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সুইট, আওয়ামী লীগ নেতা এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। ৫ নভেম্বর উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে শাহদাব আকবর লাবু চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত