Ajker Patrika

নোলকের কণ্ঠে সিনেমার টাইটেল গান

নোলকের কণ্ঠে সিনেমার টাইটেল গান

দেশের প্রথম ক্লোজআপ ওয়ান বিজয়ী তারকা নোলক প্রথমবারের মতো গাইলেন সিনেমার টাইটেল গান। সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার টাইটেল সং ‘আহারে জীবন’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন জাকির হোসেন রাজু, সুর করেছেন এস আই শহীদ, সংগীতায়োজন করেছেন রাফি। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

প্রথমবারের মতো সিনেমার টাইটেল গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত নোলক। যদিও সিনেমার গান গাওয়ার অভিজ্ঞতা তাঁর পুরোনো। এ প্রসঙ্গে নোলক বলেন, ‘এর আগে আমি ১০টি সিনেমায় প্লে-ব্যাক করেছি। কিন্তু এবারই প্রথম কোনো সিনেমার টাইটেল সং গেয়েছি। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার। আহারে জীবন শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার সময় আমার পাশে শ্রদ্ধেয় ছটকু আহমেদ স্যার ছিলেন। আমার কণ্ঠে এই গানটি শুনে তিনি ভীষণ আবেগাপ্লুত হয়ে ওঠেন। স্টুডিওতেই তিনি সবার উদ্দেশে বলেন, এই গানটি তাঁর সিনেমার জন্য একটি মাইলফলক গান হয়ে থাকবে। আমি অনেক দরদ দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। তবু এটা নিশ্চিত বলতে পারি, আমার সংগীতজীবনে এমন গান খুব কম পেয়েছি। তাই গানটি নিয়ে আমি আশাবাদী।’

উল্লেখ্য, আহারে জীবন সিনেমার দুটি প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা।

অন্যদিকে রোজার আগে টানা বেশ কিছু স্টেজ শোতে অংশ নিয়েছেন নোলক। শরিফুন্নাহারের লেখা ও সুরে একটি কাওয়ালি গানেও কণ্ঠ দিয়েছেন। শিগগিরই গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত