নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘটা করে নির্বাচনের পর টেনিস ফেডারেশনে ফিরেছিল আশা। কিন্তু টেনিস এখনো ডুবে আছে সেই অন্ধকারে। গত এক মাসের বেশি সময় বিদ্যুৎ নেই রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে।
জানা গেছে, ৩২ লাখ টাকা বিল বকেয়া থাকায় গত ১২ জুন বিচ্ছিন্ন করা হয় টেনিস কমপ্লেক্সের বিদ্যুৎ-সংযোগ। বিচ্ছিন্ন করার সময় টেনিসে ছিল না কোনো নির্বাচিত কমিটি। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ চেষ্টা করেছিলেন বকেয়া বিলের কিছু অংশ পরিশোধ করে সংযোগ চালু রাখার। কিন্তু সে চেষ্টা বৃথা। গত ২৬ জুন নির্বাচিত কমিটি আসার পরও রাতে অন্ধকারে ডুবে থাকে টেনিস কমপ্লেক্স।
নতুন কমিটির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎহীন টেনিস কমপ্লেক্স। কয়েক বছরের অনিয়মের কারণে আজ টেনিসে বিদ্যুৎ নেই বলে জানালেন ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘বহু বছরের অযত্নের ফল এটি। বহুদিন নির্বাচন না থাকায় বিল জমতে জমতে আজ এই অবস্থা সৃষ্টি হয়েছে। বিশাল একটা বোঝা মাথায় নিয়ে আমি দায়িত্বে এসেছি।’
নিজের অর্থে ফেডারেশনের জন্য জেনারেটর কিনেছেন বলে জানালেন হায়দার। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ পাওয়া যায় দুই-তিন ঘণ্টার মতো। এই সময়ের মধ্যেই সারতে হয় ফেডারেশনের দাপ্তরিক কাজকর্ম, মোটরের মাধ্যমে তুলতে হয় পানি। ফেডারেশনের ৯টি কক্ষ ভাড়া দেওয়া আছে কয়েকটি প্রতিষ্ঠানের কাছে। এসব প্রতিষ্ঠান ঠিকমতো ভাড়া পরিশোধ না করায় বিদ্যুতের সঙ্গে পানির বিলও বকেয়া পড়ে আছে বলে জানালেন হায়দার। একাধিকবার তাগাদা দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলোকে সরানো যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভাতেই বিদ্যুৎ ফেরানো এবং এসব ভাড়াটিয়া সরানোর দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ঘটা করে নির্বাচনের পর টেনিস ফেডারেশনে ফিরেছিল আশা। কিন্তু টেনিস এখনো ডুবে আছে সেই অন্ধকারে। গত এক মাসের বেশি সময় বিদ্যুৎ নেই রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে।
জানা গেছে, ৩২ লাখ টাকা বিল বকেয়া থাকায় গত ১২ জুন বিচ্ছিন্ন করা হয় টেনিস কমপ্লেক্সের বিদ্যুৎ-সংযোগ। বিচ্ছিন্ন করার সময় টেনিসে ছিল না কোনো নির্বাচিত কমিটি। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ চেষ্টা করেছিলেন বকেয়া বিলের কিছু অংশ পরিশোধ করে সংযোগ চালু রাখার। কিন্তু সে চেষ্টা বৃথা। গত ২৬ জুন নির্বাচিত কমিটি আসার পরও রাতে অন্ধকারে ডুবে থাকে টেনিস কমপ্লেক্স।
নতুন কমিটির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎহীন টেনিস কমপ্লেক্স। কয়েক বছরের অনিয়মের কারণে আজ টেনিসে বিদ্যুৎ নেই বলে জানালেন ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘বহু বছরের অযত্নের ফল এটি। বহুদিন নির্বাচন না থাকায় বিল জমতে জমতে আজ এই অবস্থা সৃষ্টি হয়েছে। বিশাল একটা বোঝা মাথায় নিয়ে আমি দায়িত্বে এসেছি।’
নিজের অর্থে ফেডারেশনের জন্য জেনারেটর কিনেছেন বলে জানালেন হায়দার। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ পাওয়া যায় দুই-তিন ঘণ্টার মতো। এই সময়ের মধ্যেই সারতে হয় ফেডারেশনের দাপ্তরিক কাজকর্ম, মোটরের মাধ্যমে তুলতে হয় পানি। ফেডারেশনের ৯টি কক্ষ ভাড়া দেওয়া আছে কয়েকটি প্রতিষ্ঠানের কাছে। এসব প্রতিষ্ঠান ঠিকমতো ভাড়া পরিশোধ না করায় বিদ্যুতের সঙ্গে পানির বিলও বকেয়া পড়ে আছে বলে জানালেন হায়দার। একাধিকবার তাগাদা দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলোকে সরানো যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভাতেই বিদ্যুৎ ফেরানো এবং এসব ভাড়াটিয়া সরানোর দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫