Ajker Patrika

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ১১০

চাঁপাইনবাবগঞ্জ ও লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৫
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ১১০

চাঁপাইনবাবগঞ্জে ও নাটোরের লালপুরে স্বাস্থ্যবিধি মেনে গতকাল বৃহস্পতিবার থেকে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। করোনার কারণে গত বছর পরীক্ষা অনুষ্ঠিত না হলেও এবার তিন বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষায় এবার চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার ২৪টি কেন্দ্রে ১৬ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তবে প্রথম দিনে ৬১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ওপর দিকে নাটোরের লালপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ হাজার ৩৪৮ জনের মধ্যে অনুপস্থিত ৪৯ জন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, জেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১৫টি কেন্দ্রে ১২ হাজার ৩৩ জন, আলিম পরীক্ষায় ৩টি কেন্দ্রে ১ হাজার ১৭৩ ও এইচএসসি (ভকেশনাল ও বিএম) পরীক্ষায় ৬টি কেন্দ্রে ৩ হাজার ৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এ ছাড়া নাটোরের লালপুর উপজেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় লালপুর কলেজ কেন্দ্রে ৯০৬ জনের মধ্যে ১১ জন ও গোপলপুর কলেজ কেন্দ্রে ৪২১ জনের মধ্যে ৪, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষায় মঞ্জিলপুকুর কলেজ কেন্দ্রে ৯১১ জনের মধ্যে ২০ জন এবং আলিম পরীক্ষায় বালিতিতা মাদ্রাসা কেন্দ্রে ১১০ জনের মধ্যে ১৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

গতকাল বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী।

জানতে চাইলে ইউএনও বলেন, সুষ্ঠু পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত