Ajker Patrika

নয় কেজি ওজনের ভেড়ার বদলে ৫ কেজির বিতরণ

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৩: ০৩
নয় কেজি ওজনের ভেড়ার বদলে ৫ কেজির বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে ভেড়া বিতরণ করা হয়। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ ভেড়া বিতরণ কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

জানা যায়, ১৩ এপ্রিল কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ভেড়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ। উপজেলার ৭ ইউনিয়ন ও ১টি পৌরসভার উপকারভোগী ২০ পরিবারে ৪০টি ভেড়া দেওয়া হয়।

উদ্বোধনের এক সপ্তাহ পর গত বৃহস্পতিবার আরও ৮০টি পরিবারে মোট ১৬০টি ভেড়া বিতরণ করা হয় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে। এ সময় বিতরণ করা অধিকাংশ ভেড়াই ছিল প্রকল্পে উল্লেখিত আকারের অনেক ছোট ও ওজন অনেক কম।

আরও জানা যায়, প্রতিটি ভেড়ার ওজন নয় কেজি হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার বিতরণ করা ভেড়ার ওজন ছিল চার থেকে পাঁচ কেজি। এদিন দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে উপকারভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়।

উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ও রহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ধনা বাউরী বলেন, ‘সরকারি বিধি মোতাবেকের চেয়ে প্রতিটি ভেড়ার ওজন কমপক্ষে চার কেজি কম এবং আকারে অনেক ছোট ছিল। এ নিয়ে আমি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরিফ মঈনউদ্দীনের কাছ জানতে চাইলে তিনি কোনো সঠিক উত্তর দেননি। উল্টো বলেন সাংসদের উপস্থিতিতে ভেড়া বিতরণ করার কথা ছিল, তা তিনি করেছেন। এখন ভেড়ার সাইজ ও ওজন দেখে কী হবে। পর্যায়ক্রমে বাকি উপকারভোগী পরিবারে ভেড়া বিতরণ করলেই হলো।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে মিলে কম দামে ছোট আকারের ও কম ওজনের ভেড়া কিনে বিতরণ করছেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরিফ মঈনউদ্দীন বলেন, ‘অভিযোগটি আদৌ সঠিক নয়। বিধি মোতাবেক ঠিকাদারের মাধ্যমে ভেড়া কিনে বিতরণ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, ‘কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যান ও উপকারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য এ অনিয়মের অভিযোগ করেছেন। ভেড়ার যে ওজন ও আকার দেওয়া আছে তার চেয়ে কম দেওয়া যাবে না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত