Ajker Patrika

সজল চোখে বিদায়

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ১২
সজল চোখে বিদায়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসিয়া বারি আদর্শ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমেদ ইউসুফ তপু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.হুমায়ুন কবীর।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষা বিষয়ক উপদেষ্টা তাপস কুমার রায়, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, আহসান হাবীব, তৌহিদুল ইসলাম জুয়েল, আজহারুল ইসলাম তরুণ ও জাহাঙীর আলম প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা দেন ইকরা জাহান উর্মি, সানজিদা আক্তার, আতিকুর রহমান সৌরভ, নাইমুর রহমান ফাভি ও ফাহিমা তাসনিম মিতা প্রমুখ।

বক্তব্য চলাকালে বিদ্যালয় মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অনেক শিক্ষক ও শিক্ষার্থীকে। দীর্ঘদিন এক সাথে পাঠদানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম সম্পর্কের সৃষ্টি হয়। আর কোনো দিন এক সঙ্গে পাঠদান হবে না ভাবতেই স্মৃতিকাতর হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। অনুষ্ঠানে শিক্ষকেরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে মঙ্গল ও উন্নতি কামনা করেন। শিক্ষার্থীরাও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দোয়া চায়।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা ফটোসেশন করা হয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত