Ajker Patrika

সোনারগাঁয়ে বাড়ি ভাঙচুর ৪ জনকে কুপিয়ে জখম

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ২১
সোনারগাঁয়ে বাড়ি ভাঙচুর ৪ জনকে কুপিয়ে জখম

জমি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ করে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাতে উপজেলার পাকুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বুধবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের হাসেম মিয়ার পরিবারের সঙ্গে আব্দুর রহিমের পরিবারের দীর্ঘ দিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে হাসেম মিয়ার নেতৃত্বে বাচ্চু মিয়া, টুলু মিয়া, মাসুদ, মাহাবুব, জালাল মিয়া, রাসেল, রিয়াজসহ ১০-১২ জনের দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রহিমের বাড়িতে হামলা করে আব্দুর রহিম, তাঁর বোন সানজিদা আক্তার, মাইমুনা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে আহত ব্যক্তিরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষরা এ সুযোগে রাতের আঁধারে আব্দুর রহিমের বাড়িঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় আহত আব্দুর রহিমের মা রাবেয়া আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন। রাবেয়া আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরেই হাসেম মিয়া ও তাঁর সহযোগীরা আমার ছেলেমেয়েকে কুপিয়ে আহত করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করেছে।’

অপরদিকে হাসেম মিয়া জানান, জমি নিয়ে তাঁদের সঙ্গে বিরোধ রয়েছে এ কথা সত্য। তবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁর লোকজন জড়িত নন বলে দাবি করেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত