Ajker Patrika

নিষিদ্ধ হলেও অবৈধ পার্কিং

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১০: ৪১
নিষিদ্ধ হলেও অবৈধ পার্কিং

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফটকের সাইনবোর্ডে লাল কালিতে লেখা, হাসপাতালের ভেতরে যেকোনো গাড়ি পার্কিং নিষেধ। এটি দণ্ডনীয় অপরাধ। আদেশক্রমে কর্তৃপক্ষ। তবে এ নিষেধজ্ঞা মানে না কেউ। এতে হাসপাতালে ঢুকতে বেগ পেতে হয় রোগীদের। সবসময় ভিড় লেগে থাকে হাসপাতালের সামনে ও ভেতরে।

সরেজনিমে দেখা যায়, হাসপাতালের সামনে ও ভেতরে অবৈধভাবে রাখা হয়েছে মোটরসাইকেল। দেখে মনে হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মোটরসাইকেলগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। এ ছাড়া হাসপাতালের ভেতরে প্রতিনিয়ত সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, পা দ্বারাচালিত রিকশাসহ বিভিন্ন যানবাহন ঠাসাঠাসি করে রাখা হয়।

সূত্রে জানা যায়, মোটরসাইকেলগুলোর বেশির ভাগই বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের। এ ছাড়া সুযোগ পেয়ে হাসপাতালে মোটরসাইকেল পার্কিং করেন স্থানীয় অনেকেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে আসা সুয়াবিল গ্রামের বাসিন্দা সাইফুর রহমান সোহান বলেন, ‘সামনে ও ভেতরে এভাবে গাড়ি রাখায় হাসপাতালে হাসতে কষ্ট হয়। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে আসতে চরম ভোগান্তিতে পড়তে হয়। আমরা এর প্রতিকার চাই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. নাবিল চৌধুরী বলেন, ‘নিষেধক্রমে সাইনবোর্ড ও বারবার বারণ করা সত্ত্বেও হাসপাতালে পার্কিং বন্ধ করা যাচ্ছে না। শাস্তি বা জরিমানা করা গেলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসত। এ বিষয়ে ইউএনওকে ব্যবস্থা নিতে কয়েকবার বলেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, ‘এ ব্যাপারে কয়েকবার মৌখিক অভিযোগ পেয়েছি। শিগগিরই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত