এবার তিরন্দাজদের ঈদ কাটবে ইরাকযাত্রা মাথায় রেখে। তাঁরা ‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ টু’ খেলতে ইরাকে যাবেন ঈদের রাতে অথবা পরদিন। ঈদের দিন দেশে থাকলেও পরিবার-প্রিয়জনদের সঙ্গে দেখা করার সুযোগ কম তিরন্দাজদের। ক্যাম্পে ঈদের দিনটা কাটবে প্রস্তুতি আর গোছগাছ সারতে সারতেই।
পরিবার ছাড়া ঈদ উদ্যাপনে অভ্যস্ত হয়ে গেছেন রোমান সানারা। করোনাকালে জৈব সুরক্ষাবলয়ে থাকায় পরিবারের সঙ্গে দেখা করার খুব বেশি সুযোগ পাননি জাতীয় দলের ক্যাম্পে থাকা তিরন্দাজরা। গত বছর ছিল আন্তর্জাতিক টুর্নামেন্টের ব্যস্ততা। আর গত তিন বছরে তিরন্দাজরা একবার পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ পেয়েছেন।
ইরাকে এশিয়া কাপে রিকার্ভে ছেলেদের দলে নাম আছে আবদুর রহমান আলিফের। বিকেএসপির দশম শ্রেণির ছাত্র আলিফ খেলবে কোরিয়ায় বিশ্বকাপ স্টেজ টুতেও। ২০১৮ সালে কিশোর বয়সে ক্যাম্পে আসা এই তিরন্দাজ টানা দ্বিতীয়বারের মতো ঈদ করবে পরিবার থেকে দূরে। ছেলেকে দেখতে ঈদের দিন পরিবারের সদস্যরা ক্যাম্পে আসতে চাইলেও দূরত্বের কথা ভেবে তাদের ‘না’ করে দিয়েছে আলিফ। তরুণ এই তিরন্দাজ বলল, ‘মন তো খারাপ হয়-ই। দেশের জন্য খেলতে পারাটা গর্বের। আর কিছু পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতেই হয়।’
মেয়েকে দেখতে ঈদের দিন নীলফামারী থেকে টঙ্গীর ক্যাম্পে আসতে চেয়েছিল দিয়া সিদ্দিকীর পরিবারও। দূরত্বের কথা ভেবে আলিফের মতো পরিবারকে নিষেধ করে দিয়েছেন দিয়াও। পরিবার ছাড়া উৎসব-পার্বণ উদ্যাপন করার অভ্যাস করে ফেলেছেন দিয়া। তাঁর লক্ষ্য একটাই, এশিয়া কাপ ও বিশ্বকাপে দেশকে দিতে চান পদক। বললেন, ‘মিশ্র দ্বৈতে জোর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ইরাকে সোনা জেতা সম্ভব।’
এবার তিরন্দাজদের ঈদ কাটবে ইরাকযাত্রা মাথায় রেখে। তাঁরা ‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ টু’ খেলতে ইরাকে যাবেন ঈদের রাতে অথবা পরদিন। ঈদের দিন দেশে থাকলেও পরিবার-প্রিয়জনদের সঙ্গে দেখা করার সুযোগ কম তিরন্দাজদের। ক্যাম্পে ঈদের দিনটা কাটবে প্রস্তুতি আর গোছগাছ সারতে সারতেই।
পরিবার ছাড়া ঈদ উদ্যাপনে অভ্যস্ত হয়ে গেছেন রোমান সানারা। করোনাকালে জৈব সুরক্ষাবলয়ে থাকায় পরিবারের সঙ্গে দেখা করার খুব বেশি সুযোগ পাননি জাতীয় দলের ক্যাম্পে থাকা তিরন্দাজরা। গত বছর ছিল আন্তর্জাতিক টুর্নামেন্টের ব্যস্ততা। আর গত তিন বছরে তিরন্দাজরা একবার পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ পেয়েছেন।
ইরাকে এশিয়া কাপে রিকার্ভে ছেলেদের দলে নাম আছে আবদুর রহমান আলিফের। বিকেএসপির দশম শ্রেণির ছাত্র আলিফ খেলবে কোরিয়ায় বিশ্বকাপ স্টেজ টুতেও। ২০১৮ সালে কিশোর বয়সে ক্যাম্পে আসা এই তিরন্দাজ টানা দ্বিতীয়বারের মতো ঈদ করবে পরিবার থেকে দূরে। ছেলেকে দেখতে ঈদের দিন পরিবারের সদস্যরা ক্যাম্পে আসতে চাইলেও দূরত্বের কথা ভেবে তাদের ‘না’ করে দিয়েছে আলিফ। তরুণ এই তিরন্দাজ বলল, ‘মন তো খারাপ হয়-ই। দেশের জন্য খেলতে পারাটা গর্বের। আর কিছু পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতেই হয়।’
মেয়েকে দেখতে ঈদের দিন নীলফামারী থেকে টঙ্গীর ক্যাম্পে আসতে চেয়েছিল দিয়া সিদ্দিকীর পরিবারও। দূরত্বের কথা ভেবে আলিফের মতো পরিবারকে নিষেধ করে দিয়েছেন দিয়াও। পরিবার ছাড়া উৎসব-পার্বণ উদ্যাপন করার অভ্যাস করে ফেলেছেন দিয়া। তাঁর লক্ষ্য একটাই, এশিয়া কাপ ও বিশ্বকাপে দেশকে দিতে চান পদক। বললেন, ‘মিশ্র দ্বৈতে জোর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ইরাকে সোনা জেতা সম্ভব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪