Ajker Patrika

সেরা কনটেন্ট নির্মাতা সখীপুরের শিক্ষক

সখীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৯
সেরা কনটেন্ট নির্মাতা সখীপুরের শিক্ষক

ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে শিক্ষক বাতায়নের সেরা হয়েছেন সখীপুরের জ্যোৎস্না আক্তার। তিনি উপজেলার কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সম্প্রতি শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’ তাঁর ছবিসহ এ তথ্য প্রকাশ করেছে।

গতকাল শনিবার জ্যোৎস্না আক্তার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২০২১ সালের ২৪ জানুয়ারি জ্যোৎস্না আক্তারকে জেলা প্রাথমিক শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেয় ‘শিক্ষক বাতায়ন’।

শিক্ষক বাতায়ন সূত্রে জানা গেছে, সারা দেশে শিক্ষক-শিক্ষিকার মধ্যে এবার ৫ লাখ ২০ হাজার ১৯১টি কনটেন্ট শিক্ষক বাতায়নে আপলোড করা হয়। এর মধ্যে মডেল কনটেন্ট নির্বাচিত হয় ৯৫৩টি। এর মধ্যে অনলাইনে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদানের স্বীকৃতিস্বরূপ জ্যোৎস্না আক্তার দেশ নির্মাতা হিসেবে মনোনীত হন।

এ বিষয়ে জ্যোৎস্না আক্তার বলেন, শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার সরকারের একটা বড় চ্যালেঞ্জ। শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, ও মুক্ত পাঠের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করার প্রচেষ্টা চলছে। তিনি এই মাধ্যমটি কাজে লাগিয়ে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য কিছু ভালো কনটেন্ট নির্মাণের চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শিক্ষক বাতায়নে তাঁর সর্বমোট ক্লাস ১৪৪টি, অনলাইন ক্লাস ৮৬টি, গুগল মিটে ক্লাস ৫৮টি, কনটেন্ট ৭৬ টি, ভিডিও কনটেন্ট ৪৬টি, ব্লগ ৩৮টি ও চিত্র ১৯৩টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত