Ajker Patrika

কসবায় আগুনে পুড়ল ১৩ ব্যবসাপ্রতিষ্ঠান

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৫২
কসবায় আগুনে পুড়ল  ১৩ ব্যবসাপ্রতিষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৩ ব্যবসাপ্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার রাতে পৌরশহরের পুরোনো বাজারের রহমত উল্লাহ মার্কেট ও মুতি মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় সোয়া দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে আখাউড়া ও জেলা সদর থেকে আসা আরও দুটি দমকল ইউনিট আগুন নেভাতে তাঁদের সঙ্গে যোগ দেয়। ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে আগুনে সব হারিয়ে নিঃস্ব অনেক ব্যবসায়ী। আগুন লাগার খবরে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, কসবা পৌরসভা মেয়র গোলাম হাক্কানী ও কসবা থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূইয়া প্রমুখ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত প্রায় নয়টার দিকে পৌরশহরের পুরোনো বাজারে সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন রহমত উল্লাহ মার্কেটে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এরই মধ্যে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত। আগুন দেখে লোকজন চিৎকার শুরু করলে ব্যবসায়ীরা হতবিহ্বল হয়ে পড়েন। খবর পেয়ে উপজেলার কুটি চৌমুহনী থেকে দমকল বাহিনীর দুটি দল আগুন নেভাতে ছুটে আসে। ততক্ষণে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লাগলেও পুরোপুরি আগুন নেভাতে দুই ঘণ্টারও অধিক সময় লেগে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবরু মিয়া, আলাল মিয়া ও জাকির মিয়াসহ অন্য ব্যবসায়ীরা জানান, কীভাবে কি হলো বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সব পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছুই উদ্ধার করতে পারেননি তাঁরা। মালামাল সহ ক্যাশে থাকা নগদ অর্থসহ পুড়ে ছাই হয়ে গেছে।

ইউএনও মাসুদ উল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যানসহ আমরা ঘটনাস্থলে গিয়েছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য দায়িত্ব দেওয়া হয়। তিনি দুই কোটি ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করেছেন। ক্ষয়ক্ষতির তালিকা জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত