Ajker Patrika

করতোয়া বাঁচাতে ১২৩ কিলোমিটারজুড়ে মানববন্ধন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১: ৪৫
করতোয়া বাঁচাতে ১২৩ কিলোমিটারজুড়ে মানববন্ধন

করতোয়া নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বগুড়ার শেরপুর পর্যন্ত নদীর ১২৩ কিলোমিটার এলাকাব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া শাখা ও বেলা নেটওয়ার্ক-এর যৌথ আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় একযোগে নদীর ১৩টি পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে শুরু করে বগুড়ার শিবগঞ্জের গুজিয়া, মহাস্থান ব্রিজ, মাটিডালী, কালিবালা লোহার ব্রিজ, সাতমাথা, এসপি ব্রিজ, বেজোড়া ব্রিজ, শাহজাহানপুরের মাঝিরা, শেরপুরের গাড়িদহ এবং শেরপুর পর্যন্ত এলাকাজুড়ে এই মানববন্ধন চলে দুপুর ১২টা পর্যন্ত।

করতোয়া রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বেলা, বাপা ও বেলা নেটওয়ার্ক। নদীটি দখল ও দূষণ রোধে স্থানীয় জেলা প্রশাসনের কোনো উদ্যোগ না-থাকায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির পক্ষ থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে উচ্চ আদালতে রিট (৬৫০১/২০১৫) করা হয়। শুনানি শেষে আদালত একই বছর আদালত করতোয়া নদীকে অবৈধ দখলমুক্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। একই সঙ্গে নদীতে সব ধরনের বর্জ্য ফেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভাকে নির্দেশনা দেন। তবে এত বছরেও আদালতের আদেশ বাস্তবায়নে তেমন কোনো কার্যক্রম পরিলক্ষিত না-হওয়ায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত