Ajker Patrika

দাকোপে জাপা নেতার আ.লীগে যোগদান

দাকোপ প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০: ১৯
দাকোপে জাপা নেতার আ.লীগে যোগদান

দাকোপ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা জেলা ছাত্র সমাজের সাবেক ছাত্রনেতা সাংবাদিক আজগর হোসেন ছাব্বির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। গত বুধবার দুপুরে দাকোপ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়কে ফুলের মালা পরিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

জানা যায়, আওয়ামী লীগে যোগদান করা আজগর হোসেন ছাব্বির তৎকালীন খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা মরহুম এস এম এ রবের প্রেস সচিবের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ছাব্বির দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

তার আওয়ামী লীগে যোগদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, সুতারখালি ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মেহেদি হাসান বুলবুল, আওয়ামী লীগ নেতা স্বপন কুমার সরকার, অধ্যাপক সুপদ রায়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জি এম জুলফিকার আলী জুলু, ক্ষিতি চন্দ্র রায়, চালনা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দাকোপ প্রেসক্লাব সভাপতি মো. শিপন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত